ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

১৩ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৩ ও ৭ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:৩১:১৫ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • / 95

গুম-খুনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় গ্রেপ্তার ১৩ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির দিন ঠিক করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এদিন ঠিক করে দেয়।

সে অনুযায়ী, ১০ সেনা কর্মকর্তার অভিযোগ গঠনের শুনানি আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বাকি তিন সেনা কর্মকর্তার বিরুদ্ধে শুনানি হবে ৭ ডিসেম্বর।

এছাড়া ঢাকা সেনা নিবাসের সাময়িক কারাগারে থাকা এই সেনা কর্মকর্তাদের মামলায় ভার্চুয়ালি শুনানি অনুষ্ঠানের আবেদনও করা হয়েছে। এ আবেদনের ওপরও ৩ ডিসেম্বর শুনানির দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এসব দিন ঠিক করে। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

একই সঙ্গে সব ধরনের গণমাধ্যম থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতিদের ছবি অপসারণের নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য প্রকাশ হয়ে থাকলে সেগুলোও অপসারণ করতে বলা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

১৩ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৩ ও ৭ ডিসেম্বর

সর্বশেষ আপডেট ০১:৩১:১৫ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

গুম-খুনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় গ্রেপ্তার ১৩ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির দিন ঠিক করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এদিন ঠিক করে দেয়।

সে অনুযায়ী, ১০ সেনা কর্মকর্তার অভিযোগ গঠনের শুনানি আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বাকি তিন সেনা কর্মকর্তার বিরুদ্ধে শুনানি হবে ৭ ডিসেম্বর।

এছাড়া ঢাকা সেনা নিবাসের সাময়িক কারাগারে থাকা এই সেনা কর্মকর্তাদের মামলায় ভার্চুয়ালি শুনানি অনুষ্ঠানের আবেদনও করা হয়েছে। এ আবেদনের ওপরও ৩ ডিসেম্বর শুনানির দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এসব দিন ঠিক করে। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

একই সঙ্গে সব ধরনের গণমাধ্যম থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতিদের ছবি অপসারণের নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য প্রকাশ হয়ে থাকলে সেগুলোও অপসারণ করতে বলা হয়েছে।