১২ দিন পর খুলছে মাইলস্টোন, নিহতদের স্মরণে সভা
- সর্বশেষ আপডেট ০৯:৫৬:২৯ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
- / 92
১২ দিন বন্ধ থাকার পর আগামী রোববার খুলছে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। গত ২১ জুলাই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষক-শিক্ষার্থীদের প্রাণহানির ঘটনায় এই বন্ধের সূচনা হয়। প্রথম দিন কোনো ক্লাস বা পরীক্ষা না নিয়ে নিহতদের স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।
রোববার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিতব্য স্মরণসভায় শিক্ষার্থী, শিক্ষক এবং নিহত ও আহতদের পরিবার উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো ও আহতদের জন্য দোয়া করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক সহায়তার বিষয়ে আলোচনা হবে।
প্রতিষ্ঠানের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল জানান, শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে এটি প্রথম ধাপ। এ ছাড়া, শিক্ষার্থীদের মানসিক সহায়তার জন্য বিশেষ কাউন্সেলিং সেশন আয়োজনের কথাও জানান তিনি।

অধ্যক্ষ ক্যাপ্টেন (অব.) জাহাঙ্গীর খান আবেগঘন বক্তব্যে বলেন, সেদিন শিক্ষক নিয়োগের ভাইভায় অংশ না নিলে তিনিও হয়তো দুর্ঘটনার শিকার হতেন। কারণ, দুর্ঘটনার কয়েক মিনিট আগেই তিনি সেই স্থান ত্যাগ করেছিলেন।
দিয়াবাড়ি ক্যাম্পাসে আয়োজিত দোয়া অনুষ্ঠানে নিহত শিক্ষার্থীদের পরিবার, শিক্ষক ও সহপাঠীরা আবেগঘন পরিবেশে অংশ নেন। সপ্তম শ্রেণির নিহত ছাত্র জারিফ হাসানের বাবা জানান, জারিফ সেদিন স্কুলে যেতে চায়নি—এটা তার মা বলেছিলেন। সহকারী শিক্ষক মাসুকা বেগমের সহকর্মীরা জানান, তিনি চাইলে নিজে বাঁচতে পারতেন, কিন্তু শিক্ষার্থীদের ফেলে যাননি। তাঁর শরীরের ৮৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রধান শিক্ষিকা খাদিজা আক্তার বক্তব্য রাখেন এবং ইংরেজি শিক্ষক নুসরাত আলম পুরো অনুষ্ঠান পরিচালনা করেন।
এই শোকানুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সাহস ফিরিয়ে আনার একটি প্রয়াস নিয়েছে কলেজ কর্তৃপক্ষ, একইসাথে ভবিষ্যতের জন্য নিরাপত্তা নিশ্চিত করতে নানা প্রস্তুতির কথাও জানানো হয়েছে।































