ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নিজস্ব প্রতিবেদক, টেকনাফ
  • সর্বশেষ আপডেট ০৭:৫০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • / 68

১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

সেন্ট মার্টিনের দক্ষিণে বঙ্গোপসাগরের মৌলভীরশীল এলাকায় ইঞ্জিন নষ্ট হয়ে ভাসমান অবস্থায় থাকা দুটি মাছ ধরার ট্রলারসহ ১২ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে।

সেন্ট মার্টিন বোট মালিক সমিতির সভাপতি মো. আজিম নিশ্চিত করেন, আটক জেলেরা সেন্ট মার্টিন দ্বীপের বিভিন্ন এলাকার বাসিন্দা। জানা যায়, পশ্চিমপাড়ার ইলিয়াছের ট্রলারে ৬ জন এবং বাজারপাড়ার নুর আহমদের ট্রলারে আরও ৬ জন ছিলেন। ইঞ্জিন বিকল হয়ে ট্রলার দুটি ভেসে গেলে আরাকান আর্মির সদস্যরা তাদের আটক করে নিয়ে যায়।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, মাছ শিকারে থাকা অবস্থায় ভোরে তাদের তুলে নিয়ে যায় আরাকান আর্মি। বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে জানানো হয়েছে।

তিনি আরও বলেন, এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছে। ১ সেপ্টেম্বর মাছ ধরার সময় ১৮ জন বাংলাদেশি জেলে এবং ১৮ নভেম্বর টেকনাফ পৌরসভার বোটঘাট এলাকা থেকে ১৬ জন রোহিঙ্গা জেলেকে আরাকান আর্মি আটক করে নিয়ে যায়।

স্থানীয় প্রশাসন ঘটনাটি নজরে নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

সর্বশেষ আপডেট ০৭:৫০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

সেন্ট মার্টিনের দক্ষিণে বঙ্গোপসাগরের মৌলভীরশীল এলাকায় ইঞ্জিন নষ্ট হয়ে ভাসমান অবস্থায় থাকা দুটি মাছ ধরার ট্রলারসহ ১২ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে।

সেন্ট মার্টিন বোট মালিক সমিতির সভাপতি মো. আজিম নিশ্চিত করেন, আটক জেলেরা সেন্ট মার্টিন দ্বীপের বিভিন্ন এলাকার বাসিন্দা। জানা যায়, পশ্চিমপাড়ার ইলিয়াছের ট্রলারে ৬ জন এবং বাজারপাড়ার নুর আহমদের ট্রলারে আরও ৬ জন ছিলেন। ইঞ্জিন বিকল হয়ে ট্রলার দুটি ভেসে গেলে আরাকান আর্মির সদস্যরা তাদের আটক করে নিয়ে যায়।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, মাছ শিকারে থাকা অবস্থায় ভোরে তাদের তুলে নিয়ে যায় আরাকান আর্মি। বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে জানানো হয়েছে।

তিনি আরও বলেন, এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছে। ১ সেপ্টেম্বর মাছ ধরার সময় ১৮ জন বাংলাদেশি জেলে এবং ১৮ নভেম্বর টেকনাফ পৌরসভার বোটঘাট এলাকা থেকে ১৬ জন রোহিঙ্গা জেলেকে আরাকান আর্মি আটক করে নিয়ে যায়।

স্থানীয় প্রশাসন ঘটনাটি নজরে নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।