ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

১১ বছর পর ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন

ক্রীড়া ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৭:০৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 72

১১ বছর পর ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন

দীর্ঘ বিরতি শেষে আবারও বিশ্ব ফুটবলের নাম্বার ওয়ান দল হলো স্পেন। লুইস দে লা ফুয়েন্তের অধীনে লা রোহা ১১ বছর পর ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছে। সর্বশেষ ২০১৪ সালের জুনে, ব্রাজিল বিশ্বকাপের আগে তারা শীর্ষে ছিল।

সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে স্পেনের অর্জিত পয়েন্ট ১,৮৭৫.৩৭। খুব সামান্য ব্যবধানে দ্বিতীয় স্থানে আছে ফ্রান্স (১,৮৭০.৯২), আর তৃতীয় স্থানে নেমে গেছে আর্জেন্টিনা (১,৮৭০.৩২)। বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরের কাছে হারের ধাক্কা সামলাতে না পারায় শীর্ষস্থান ধরে রাখতে পারেনি লিওনেল মেসিদের দল।

২০২২ সালের ডিসেম্বরে দায়িত্ব নেয়ার সময় স্পেন ছিল দশম স্থানে। সেখান থেকে ধাপে ধাপে এগিয়ে শীর্ষে পৌঁছে গেছে লা রোহা। ইউক্রেন ও আইসল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক জয়গুলো এ যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশ

১. স্পেন – ১,৮৭৫.৩৭
২. ফ্রান্স – ১,৮৭০.৯২
৩. আর্জেন্টিনা – ১,৮৭০.৩২
৪. ইংল্যান্ড – ১,৮২০.৪৫
৫. পর্তুগাল – ১,৭৭৯.৫৫
৬. ব্রাজিল – ১,৭৬১.৬০
৭. নেদারল্যান্ডস – ১,৭৫৪.১৭
৮. বেলজিয়াম – ১,৭৩৯.৫৪
৯. ক্রোয়েশিয়া – ১,৭১৪.২০
১০. ইতালি – ১,৭১০.০৭

১১ বছর পর শীর্ষে ফেরা স্পেনের জন্য কি নতুন সোনালি যুগের সূচনা? নাকি খুব কাছাকাছি অবস্থান করা ফ্রান্স ও আর্জেন্টিনা আবারও শীর্ষস্থান কেড়ে নেবে? উত্তর দেবে আসন্ন ম্যাচগুলো।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

১১ বছর পর ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন

সর্বশেষ আপডেট ০৭:০৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

দীর্ঘ বিরতি শেষে আবারও বিশ্ব ফুটবলের নাম্বার ওয়ান দল হলো স্পেন। লুইস দে লা ফুয়েন্তের অধীনে লা রোহা ১১ বছর পর ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছে। সর্বশেষ ২০১৪ সালের জুনে, ব্রাজিল বিশ্বকাপের আগে তারা শীর্ষে ছিল।

সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে স্পেনের অর্জিত পয়েন্ট ১,৮৭৫.৩৭। খুব সামান্য ব্যবধানে দ্বিতীয় স্থানে আছে ফ্রান্স (১,৮৭০.৯২), আর তৃতীয় স্থানে নেমে গেছে আর্জেন্টিনা (১,৮৭০.৩২)। বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরের কাছে হারের ধাক্কা সামলাতে না পারায় শীর্ষস্থান ধরে রাখতে পারেনি লিওনেল মেসিদের দল।

২০২২ সালের ডিসেম্বরে দায়িত্ব নেয়ার সময় স্পেন ছিল দশম স্থানে। সেখান থেকে ধাপে ধাপে এগিয়ে শীর্ষে পৌঁছে গেছে লা রোহা। ইউক্রেন ও আইসল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক জয়গুলো এ যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশ

১. স্পেন – ১,৮৭৫.৩৭
২. ফ্রান্স – ১,৮৭০.৯২
৩. আর্জেন্টিনা – ১,৮৭০.৩২
৪. ইংল্যান্ড – ১,৮২০.৪৫
৫. পর্তুগাল – ১,৭৭৯.৫৫
৬. ব্রাজিল – ১,৭৬১.৬০
৭. নেদারল্যান্ডস – ১,৭৫৪.১৭
৮. বেলজিয়াম – ১,৭৩৯.৫৪
৯. ক্রোয়েশিয়া – ১,৭১৪.২০
১০. ইতালি – ১,৭১০.০৭

১১ বছর পর শীর্ষে ফেরা স্পেনের জন্য কি নতুন সোনালি যুগের সূচনা? নাকি খুব কাছাকাছি অবস্থান করা ফ্রান্স ও আর্জেন্টিনা আবারও শীর্ষস্থান কেড়ে নেবে? উত্তর দেবে আসন্ন ম্যাচগুলো।