সরে দাঁড়ালেন জাগপার রাশেদ প্রধান
- সর্বশেষ আপডেট ০৬:৪১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
- / 43
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান ঘোষণা দিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি এবার অংশগ্রহণ করবেন না। তিনি বলেন, ‘ঐক্যের বৃহত্তর স্বার্থে’ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে গণভোটে ‘হ্যাঁ’ এবং ঐক্যের প্রার্থীদের হয়ে নির্বাচনি প্রচারণায় অংশ নেবেন তিনি।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে ফেসবুকে দেওয়া এক পোস্টে রাশেদ প্রধান জানান, রাত ৮টায় ঐক্যের আসন সমঝোতা ও অন্যান্য বিষয়ে প্রেস ব্রিফিং হবে। তিনি সমর্থকদের আহ্বান জানিয়েছেন, একে অপরের প্রতি অপ্রীতিকর আচরণ ও শব্দ ব্যবহার থেকে বিরত থাকবেন। তিনি লেখেন, “ব্যক্তিগত ইচ্ছার চেয়ে আমাদের সমঝোতা অনেক বেশি গুরুত্বপূর্ণ।”
জানা গেছে, রাশেদ প্রধান পঞ্চগড়-১ ও পঞ্চগড়-২ আসনে প্রার্থী হওয়ার ঘোষণা করেছিলেন। তবে হলফনামা সংক্রান্ত জটিলতায় প্রথমে তার প্রার্থিতা বাতিল করা হয়। পরে আপিলে প্রার্থিতা ফিরে পান।
এবার পঞ্চগড়-১ আসনে ১১ দলের পক্ষে নির্বাচন করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম। জামায়াতের প্রার্থী ও জেলা আমির ইকবাল হোসাইন ইতিমধ্যেই তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন। পঞ্চগড়-২ আসনে জামায়াতের প্রার্থী মো. সফিউল্লাহ সুফি প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে।
































