১০ দিনে ডজনে ডিমের দাম বেড়েছে ২০ টাকা
- সর্বশেষ আপডেট ১১:২৬:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
- / 291
টানা বৃষ্টিতে সবজির সরবরাহ ব্যাহত হওয়ায় বাজারে বেড়েছে ডিমের চাহিদা। আর এই চাহিদা বৃদ্ধির প্রভাব পড়েছে সরাসরি দামে। রাজধানীর খুচরা বাজারে ডজনে ডিমের দাম মাত্র ১০ দিনের ব্যবধানে বেড়েছে ২০ টাকা পর্যন্ত।
সোমবার (৪ আগস্ট) রাজধানীর শাহজাদপুর ও মগবাজার এলাকার বাজার ঘুরে দেখা গেছে, ফার্মের বাদামি ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৪৫ টাকায়। মাত্র এক সপ্তাহ আগেও এ দাম ছিল ১২০ থেকে ১২৫ টাকা। সাদা ডিম বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়।
পাইকারি বাজার কারওয়ান বাজারেও ডিমের দাম বাড়তির দিকে। সেখানে বাদামি ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায় এবং সাদা ডিম বিক্রি হচ্ছে ১২০ টাকায়।
মগবাজারের দিলু রোডে বসবাসকারী আসকারী রহমান বলেন, “এক ডজন ডিম কিনতে আমাকে ১৪৫ টাকা দিতে হয়েছে। বাজারে সবজির দাম অনেক বেশি, মুরগির দামও বাড়তি। এখন ডিমও আগের চেয়ে বেশি দামে কিনতে হচ্ছে। সংসার চালানো দিন দিন কঠিন হয়ে যাচ্ছে।”
বাজার সংশ্লিষ্টদের মতে, সবজির মূল্যবৃদ্ধি মানুষের খাদ্য তালিকায় বিকল্প হিসেবে ডিমের চাহিদা বাড়িয়েছে। শাহজাদপুরের ডিম বিক্রেতা মো. আব্দুল মতিন বলেন, “সবজি, মাছ আর মুরগির দাম বেড়ে গেলে মানুষ ডিম খাওয়ার দিকে ঝুঁকে পড়ে। এ কারণে চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে দামও বাড়ে। খামারিরা দীর্ঘদিন লোকসানে ছিলেন। এখন হয়তো কিছুটা লাভের মুখ দেখছেন।”
বর্তমানে বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়। সোনালি মুরগির কেজি ৩১০ থেকে ৩২০ টাকা পর্যন্ত।
বাজার বিশ্লেষকদের মতে, বৃষ্টিপাত ও সরবরাহ সংকটের পাশাপাশি খামার পর্যায়ের খরচ বেড়ে যাওয়া, ফিডের দাম ও পরিবহন ব্যয় বৃদ্ধিও ডিমের দাম বাড়ার অন্যতম কারণ।
































