১০ জনের দল নিয়েও দুর্দান্ত জয় রিয়াল মাদ্রিদের
- সর্বশেষ আপডেট ১০:২৩:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
- / 315
খেলার শুরুতে বড় ধাক্কা খেলেও শেষ পর্যন্ত মাঠ ছেড়েছে জয় নিয়ে। ম্যাচের সপ্তম মিনিটেই রিয়াল মাদ্রিদ হারায় একজন খেলোয়াড়—লাল কার্ড দেখে মাঠ ছাড়েন স্প্যানিশ ডিফেন্ডার রাউল আসেনসিও। এরপর পুরো ম্যাচ একজন কম নিয়ে খেলেও দুর্দান্ত পারফরম্যান্সে মেক্সিকান ক্লাব পচুকাকে ৩-১ গোলে হারিয়েছে লা লিগার জায়ান্টরা।
এই জয় রিয়াল কোচ জাভি আলোনসোর অধীনে তার প্রথম জয়, যা আগের ম্যাচে আল হিলালের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর দলকে আত্মবিশ্বাসে ফিরিয়েছে।
খেলার সপ্তম মিনিটে পচুকার সালোমন রনডন স্পষ্ট গোলের সুযোগে ছিলেন। তাকে পেছন থেকে ফাউল করে লাল কার্ডের শিকার হন আসেনসিও। ফলে রিয়াল ম্যাচের প্রায় পুরোটা সময় ১০ জনের দলে পরিণত হয়।
তবু ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে আলোনসোর দল। প্রথম গোল আসে ৩৫তম মিনিটে—গনসালো গার্সিয়ার ফ্লিক থেকে বল পেয়ে ফ্রান গার্সিয়া সেটআপ করেন জুড বেলিংহামকে। বেলিংহামের নিচু শট জাল ছুঁয়ে রিয়ালকে এগিয়ে দেয়।
এরপর ৪৩তম মিনিটে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের দারুণ ফার্স্ট-টাচ ক্রস থেকে গোল করেন তরুণ তুর্কি মিডফিল্ডার আর্দা গুলের। প্রথমার্ধেই রিয়াল ২-০ ব্যবধানে এগিয়ে যায়।
দ্বিতীয়ার্ধে পচুকা বারবার আক্রমণ করলেও রিয়ালের ডিফেন্স ও গোলরক্ষক থিবো কুর্তোয়া ছিলেন অটল। কুর্তোয়া করেন ১০টি সেভ। তবে ৮০তম মিনিটে এলিয়াস মনতিয়েলের একটি বল তার গায়ে লেগে গোল হয়। তার আগে, ৭০তম মিনিটে দুর্দান্ত ভলিতে ফেদেরিকো ভালভার্দে রিয়ালের তৃতীয় গোলটি করেন।
পচুকা ম্যাচে নিয়েছিল ২৫টি শট, যার মধ্যে ১১টি ছিল লক্ষ্যে। রিয়ালের ছিল মাত্র ৮টি শট, ৩টি লক্ষ্যে। কিন্তু কার্যকারিতায় এগিয়ে ছিল স্প্যানিশ ক্লাবটি। দক্ষতা, রক্ষণভাগে কৌশল এবং সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে রিয়াল মাদ্রিদ অনন্য ছিল।
এই জয়ে দুই ম্যাচ শেষে রিয়ালের সংগ্রহ ৪ পয়েন্ট। আগামী বৃহস্পতিবার ফিলাডেলফিয়ায় সালজবুর্গের বিপক্ষে ড্র বা জয় পেলেই শেষ ষোলো নিশ্চিত হবে। অন্যদিকে, টানা দুই ম্যাচে হার দিয়ে পচুকা বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই।
































