নাসীরুদ্দীন পাটওয়ারী
‘হ্যাঁ’ ভোটে বিএনপির জন্ম, ‘না’ ভোটে মৃত্যু হবে
- সর্বশেষ আপডেট ০১:১৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
- / 84
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিএনপি ও জামায়াতে ইসলামীকে কুতর্ক বাদ দিয়ে নির্বাচনী পরিবেশ তৈরিতে এগিয়ে আসার আহ্বান জানাতে হবে। শুক্রবার (৩০ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘রাজনীতির বর্তমান ও ভবিষ্যতের পথরেখা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।
পাটওয়ারী বলেন, “গণভোট আগে হবে না—এটাই জামায়াত ও বিএনপির মধ্যে কুতর্ক। এ কুতর্ক থেকে বেরিয়ে এসে তাদের নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে। বিএনপি ‘হ্যাঁ’ ভোটে জন্ম নিয়েছিল; যদি তারা ‘না’ ভোটে অটল থাকে, তবে ‘না’ ভোটের মধ্য দিয়েই দলটি ধ্বংসের মুখে পড়বে। বিএনপি একটি বড় দল—তাদের বলবো নিজেদের মৃত্যুর কবর ‘না’ ভোটের মাধ্যমে রচনা করবেন না।”
জামায়াতে ইসলামীকে তিনি অনুরোধ করেন, উপরের ও নিচের কক্ষে পিআর নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি করার পরিবর্তে যৌথ অবস্থান গ্রহণে আগ্রহী হোন। পাটওয়ারীর মতে, গণভোট বিষয়ে জামায়াত ও বিএনপি এক সময় একসূত্রে চলে আসবে; অকপটে আলোচনার দরকার রয়েছে।
এ সময় তিনি সংস্কার কমিশনের সুপারিশমালার ড্রাফট প্রকাশের দাবি জানান এবং বলেন, ড্রাফট জনসম্মুখে এলে এনসিপি সেখানে স্বাক্ষর করতে প্রস্তুত থাকবে।
ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের কথা বলার পাশাপাশি পাটওয়ারী সতর্ক করেন, যদি নির্বাচন নির্ধারিত সময় না হয় এবং দেশ গৃহযুদ্ধের দিকে চলে যায়, তার দায় প্রধান উপদেষ্টার উপরই পড়বে।
একই সঙ্গে তিনি জানান, নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে কোনোভাবেই মেনে নেওয়া হবে না—যদি তারা বাধা দেবে, কঠোরভাবে প্রতিহত করা হবে। তিনি বিএনপিকে আবেদন করেন, নির্বাচন থেকে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বের করে রাখার দাবি পূরণে সচেষ্ট হোন।































