ঢাকা ০৪:২২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হোয়াইট হাউসে ট্রাম্প-মামদানি বৈঠক, সৌহার্দ্যের বার্তা

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:৪৬:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • / 83

হোয়াইট হাউসে প্রথমবারের মতো আনুষ্ঠানিক বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। দু’পক্ষই বৈঠককে ‘ফলপ্রসূ’ বলে উল্লেখ করেছেন এবং নিউইয়র্কের স্বার্থে একসঙ্গে কাজ করার প্রত্যাশা জানিয়েছেন।

অতীতে পারস্পরিক কঠোর সমালোচনা থাকা সত্ত্বেও বৈঠকের পর দুজনই বলেছেন, তারা ভবিষ্যতে গঠনমূলক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের আশা করছেন। শনিবার (২২ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

শুক্রবারের এই বৈঠকের পর সংবাদমাধ্যমে কথা বলতে গিয়ে মামদানির প্রশংসা করেন ট্রাম্প। যদিও নিজের মুসলিম পরিচয়ের কারণে অতীতে ট্রাম্পের তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। এমনকি একসময় ট্রাম্প মামদানিকে ‘জিহাদিস্ট’ বলেও আখ্যা দেয়ার পাশাপাশি তার মার্কিন নাগরিকত্ব বাতিল করার হুমকিও দিয়েছিলেন। তবুও এবার ট্রাম্প তার নির্বাচনী সাফল্য এবং জীবনযাত্রার ব্যয়সংক্রান্ত ইস্যুতে গুরুত্ব দেয়াকে উল্লেখযোগ্য বলে মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, ‘আমাদের দারুণ একটি বৈঠক হয়েছে, খুবই ফলপ্রসূ বৈঠক। আমাদের মধ্যে অন্তত একটি মিল আছে: আমরা দু’জনই চাই আমাদের এই প্রিয় শহর নিউইয়র্ক ভালো থাকুক।’

নিউইয়র্কে বেড়ে ওঠা ট্রাম্প আরও বলেন, ‘মামদানি অসাধারণভাবে নির্বাচন করেছেন এবং প্রতিদ্বন্দ্বীদের সহজেই হারিয়েছেন।’

জবাবে মামদানি বলেন, ‘আমি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠককে সাধুবাদ জানাই। তিনি যেমন বলেছেন, বৈঠকটি ফলপ্রসূ ছিল এবং আমাদের দু’জনেরই ভালোবাসার জায়গা নিউইয়র্ককে কেন্দ্র করেই আলোচনা হয়েছে।’

এ ছাড়া ট্রাম্পের সঙ্গে এই বৈঠকে ভাড়া, জ্বালানি বিল, বাজার বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান মামদানি।

আল জাজিরা বলছে, ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট মতাদর্শে বিশ্বাসী মামদানি বরাবরই ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন। মূলত এসব দিক থেকেই ট্রাম্পের রাজনৈতিক অবস্থানের সঙ্গে তার বড় অমিল রয়েছে। এছাড়া ট্রাম্প বরাবরই অভিবাসীদেরকে নিরাপত্তা হুমকি হিসেবেও তুলে ধরেছেন।

ট্রাম্প বলেন, ‘তিনি আমাকে বলেছেন, আমার অনেক ভোটারই তাকে ভোট দিয়েছেন। আর আমি এতে কোনও সমস্যা দেখছি না।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হোয়াইট হাউসে ট্রাম্প-মামদানি বৈঠক, সৌহার্দ্যের বার্তা

সর্বশেষ আপডেট ১১:৪৬:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

হোয়াইট হাউসে প্রথমবারের মতো আনুষ্ঠানিক বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। দু’পক্ষই বৈঠককে ‘ফলপ্রসূ’ বলে উল্লেখ করেছেন এবং নিউইয়র্কের স্বার্থে একসঙ্গে কাজ করার প্রত্যাশা জানিয়েছেন।

অতীতে পারস্পরিক কঠোর সমালোচনা থাকা সত্ত্বেও বৈঠকের পর দুজনই বলেছেন, তারা ভবিষ্যতে গঠনমূলক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের আশা করছেন। শনিবার (২২ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

শুক্রবারের এই বৈঠকের পর সংবাদমাধ্যমে কথা বলতে গিয়ে মামদানির প্রশংসা করেন ট্রাম্প। যদিও নিজের মুসলিম পরিচয়ের কারণে অতীতে ট্রাম্পের তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। এমনকি একসময় ট্রাম্প মামদানিকে ‘জিহাদিস্ট’ বলেও আখ্যা দেয়ার পাশাপাশি তার মার্কিন নাগরিকত্ব বাতিল করার হুমকিও দিয়েছিলেন। তবুও এবার ট্রাম্প তার নির্বাচনী সাফল্য এবং জীবনযাত্রার ব্যয়সংক্রান্ত ইস্যুতে গুরুত্ব দেয়াকে উল্লেখযোগ্য বলে মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, ‘আমাদের দারুণ একটি বৈঠক হয়েছে, খুবই ফলপ্রসূ বৈঠক। আমাদের মধ্যে অন্তত একটি মিল আছে: আমরা দু’জনই চাই আমাদের এই প্রিয় শহর নিউইয়র্ক ভালো থাকুক।’

নিউইয়র্কে বেড়ে ওঠা ট্রাম্প আরও বলেন, ‘মামদানি অসাধারণভাবে নির্বাচন করেছেন এবং প্রতিদ্বন্দ্বীদের সহজেই হারিয়েছেন।’

জবাবে মামদানি বলেন, ‘আমি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠককে সাধুবাদ জানাই। তিনি যেমন বলেছেন, বৈঠকটি ফলপ্রসূ ছিল এবং আমাদের দু’জনেরই ভালোবাসার জায়গা নিউইয়র্ককে কেন্দ্র করেই আলোচনা হয়েছে।’

এ ছাড়া ট্রাম্পের সঙ্গে এই বৈঠকে ভাড়া, জ্বালানি বিল, বাজার বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান মামদানি।

আল জাজিরা বলছে, ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট মতাদর্শে বিশ্বাসী মামদানি বরাবরই ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন। মূলত এসব দিক থেকেই ট্রাম্পের রাজনৈতিক অবস্থানের সঙ্গে তার বড় অমিল রয়েছে। এছাড়া ট্রাম্প বরাবরই অভিবাসীদেরকে নিরাপত্তা হুমকি হিসেবেও তুলে ধরেছেন।

ট্রাম্প বলেন, ‘তিনি আমাকে বলেছেন, আমার অনেক ভোটারই তাকে ভোট দিয়েছেন। আর আমি এতে কোনও সমস্যা দেখছি না।’