ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হোটেলে ডেকে কুপ্রস্তাব, মুখ খুললেন মালতি চাহার

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৪:৩০:৫৭ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • / 135

মালতি চাহার

লাইট, ক্যামেরা, অ্যাকশনের ঝলমলে দুনিয়ার আড়ালে কাস্টিং কাউচের বাস্তবতা নতুন কিছু নয়। গত বছর প্রকাশিত হেমা কমিটির প্রতিবেদনে নারী শিল্পীদের সঙ্গে ঘটে যাওয়া যৌন হেনস্তার বহু ঘটনা প্রকাশ্যে আসে, যা গোটা ইন্ডাস্ট্রিকে নাড়িয়ে দেয়। চলতি বছরও একাধিক শিল্পী সাহস করে নিজেদের অভিজ্ঞতার কথা সামনে এনেছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন ভারতীয় অভিনেত্রী ও নির্মাতা মালতি চাহার।

সদ্য সমাপ্ত রিয়েলিটি শো ‘বিগ বস ১৯’-এর প্রতিযোগী মালতি প্রকাশ্যে জানান, কীভাবে কাজের কথা বলে তাঁকে হোটেল রুমে ডেকে কুপ্রস্তাব দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, আরেকজন পরিচিত পরিচালক তাঁর সম্মতি ছাড়াই ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন বলেও অভিযোগ করেন তিনি।

সাংবাদিক সিদ্ধার্থ কান্নানকে দেওয়া এক সাক্ষাৎকারে মালতি বলেন, দক্ষিণী চলচ্চিত্রের এক প্রযোজক-পরিচালকের সঙ্গে স্ক্রিপ্ট নিয়ে বৈঠকের পর তাঁকে আবার ফোন করা হয়। ফোনে সরাসরি ওই পরিচালক হোটেল রুমে গিয়ে দেখা করার প্রস্তাব দেন। বিষয়টি অস্বস্তিকর মনে হওয়ায় মালতি প্রথমে তা এড়িয়ে যান। তবে এরপর একাধিকবার ফোন করে তাঁকে চাপ দেওয়া হয়।

মালতির কথায়, ওই পরিচালক তাঁকে বলেছিলেন, ‘ইন্ডাস্ট্রিতে এভাবেই সবকিছু হয়।’ এই মন্তব্য থেকেই পরিস্থিতির ইঙ্গিত পরিষ্কার হয়ে যায় বলে জানান তিনি।

আরেকটি ঘটনায় মালতি বলেন, একজন প্রবীণ ও সুপরিচিত পরিচালক বিদায় নেওয়ার সময় তাঁকে জড়িয়ে ধরার পর হঠাৎ চুম্বন করার চেষ্টা করেন। অভিনেত্রীর ভাষায়, ‘আমি স্বাভাবিকভাবেই পাশ থেকে জড়িয়ে ধরেছিলাম। ঠিক তখনই তিনি সীমা অতিক্রম করার চেষ্টা করেন।’

মালতি জানান, বয়সে অনেক বড় হওয়ায় তিনি ওই ব্যক্তিকে বাবার মতো সম্মান করতেন। কিন্তু সেই ঘটনাই তাঁকে বুঝিয়ে দিয়েছে—এই ইন্ডাস্ট্রিতে কাউকে অন্ধভাবে বিশ্বাস করা যায় না।

উল্লেখ্য, পরিচালক অনিল শর্মার সিনেমা ‘জিনিয়াস’-এর মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন মালতি চাহার। অভিনয়ের পাশাপাশি তিনি ‘ও মা-এরি’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও পরিচালনা করেছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হোটেলে ডেকে কুপ্রস্তাব, মুখ খুললেন মালতি চাহার

সর্বশেষ আপডেট ০৪:৩০:৫৭ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

লাইট, ক্যামেরা, অ্যাকশনের ঝলমলে দুনিয়ার আড়ালে কাস্টিং কাউচের বাস্তবতা নতুন কিছু নয়। গত বছর প্রকাশিত হেমা কমিটির প্রতিবেদনে নারী শিল্পীদের সঙ্গে ঘটে যাওয়া যৌন হেনস্তার বহু ঘটনা প্রকাশ্যে আসে, যা গোটা ইন্ডাস্ট্রিকে নাড়িয়ে দেয়। চলতি বছরও একাধিক শিল্পী সাহস করে নিজেদের অভিজ্ঞতার কথা সামনে এনেছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন ভারতীয় অভিনেত্রী ও নির্মাতা মালতি চাহার।

সদ্য সমাপ্ত রিয়েলিটি শো ‘বিগ বস ১৯’-এর প্রতিযোগী মালতি প্রকাশ্যে জানান, কীভাবে কাজের কথা বলে তাঁকে হোটেল রুমে ডেকে কুপ্রস্তাব দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, আরেকজন পরিচিত পরিচালক তাঁর সম্মতি ছাড়াই ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন বলেও অভিযোগ করেন তিনি।

সাংবাদিক সিদ্ধার্থ কান্নানকে দেওয়া এক সাক্ষাৎকারে মালতি বলেন, দক্ষিণী চলচ্চিত্রের এক প্রযোজক-পরিচালকের সঙ্গে স্ক্রিপ্ট নিয়ে বৈঠকের পর তাঁকে আবার ফোন করা হয়। ফোনে সরাসরি ওই পরিচালক হোটেল রুমে গিয়ে দেখা করার প্রস্তাব দেন। বিষয়টি অস্বস্তিকর মনে হওয়ায় মালতি প্রথমে তা এড়িয়ে যান। তবে এরপর একাধিকবার ফোন করে তাঁকে চাপ দেওয়া হয়।

মালতির কথায়, ওই পরিচালক তাঁকে বলেছিলেন, ‘ইন্ডাস্ট্রিতে এভাবেই সবকিছু হয়।’ এই মন্তব্য থেকেই পরিস্থিতির ইঙ্গিত পরিষ্কার হয়ে যায় বলে জানান তিনি।

আরেকটি ঘটনায় মালতি বলেন, একজন প্রবীণ ও সুপরিচিত পরিচালক বিদায় নেওয়ার সময় তাঁকে জড়িয়ে ধরার পর হঠাৎ চুম্বন করার চেষ্টা করেন। অভিনেত্রীর ভাষায়, ‘আমি স্বাভাবিকভাবেই পাশ থেকে জড়িয়ে ধরেছিলাম। ঠিক তখনই তিনি সীমা অতিক্রম করার চেষ্টা করেন।’

মালতি জানান, বয়সে অনেক বড় হওয়ায় তিনি ওই ব্যক্তিকে বাবার মতো সম্মান করতেন। কিন্তু সেই ঘটনাই তাঁকে বুঝিয়ে দিয়েছে—এই ইন্ডাস্ট্রিতে কাউকে অন্ধভাবে বিশ্বাস করা যায় না।

উল্লেখ্য, পরিচালক অনিল শর্মার সিনেমা ‘জিনিয়াস’-এর মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন মালতি চাহার। অভিনয়ের পাশাপাশি তিনি ‘ও মা-এরি’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও পরিচালনা করেছেন।