ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হেনস্তার অভিযোগ তুললেন অভিনেত্রী অহনা

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৩:১৬:০২ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • / 36

অহনা দত্ত

রাস্তাঘাটে হেনস্তার শিকার হওয়ার ঘটনা নতুন নয় কলকাতার তারকাদের জন্য। এবার সেই অভিজ্ঞতার মুখোমুখি হলেন অভিনেত্রী অহনা দত্ত। শুটিং শেষে বাড়ি ফেরার পথে স্বামীসহ এক মদ্যপ ব্যক্তির দ্বারা হেনস্তার শিকার হয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে এই ঘটনার বিবরণ।

ঘটনার দিন প্রতিদিনের মতোই কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন অহনা। গাড়ির চালকের আসনে ছিলেন তাঁর স্বামী দীপঙ্কর রায়, আর পাশে বসেছিলেন অভিনেত্রী নিজে। কলকাতা শহরের নরেন্দ্রপুর এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎই সমস্যার মুখে পড়েন তাঁরা।

অহনা দত্ত

ঘটনাটি বর্ণনা করে অহনা বলেন, নরেন্দ্রপুর এলাকায় চলার সময় সামনের একটি গাড়ি ঘোরানোর কারণে তাঁদের গাড়ি থামাতে হয়। ঠিক সেই সময় পেছন থেকে একটি গাড়ি এসে তাঁদের নতুন গাড়িতে ধাক্কা দেয়। এতে গাড়ির সামনের অংশে ঘষা লাগে।

অহনার অভিযোগ, দুর্ঘটনার পর সামনের গাড়ির চালককে প্রশ্ন করা হলে তিনি উল্টো রূঢ় আচরণ করেন। মদ্যপ অবস্থায় থাকা ওই ব্যক্তি তাঁদের সঙ্গে উচ্চস্বরে কথা বলেন এবং পরদিন ক্লাব থেকে টাকা নিয়ে যেতে বলেন। এমন আচরণে তিনি ও তাঁর স্বামী দুজনই হতবাক হয়ে যান।

অভিনেত্রী জানান, মাত্র এক মাস আগে নতুন গাড়িটি কিনেছেন। গাড়ির ক্ষতি হওয়ায় মন খারাপ হলেও, সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়দের আচরণে। তাঁর ভাষায়, অনেক মানুষ ভিড় করে দাঁড়িয়ে থাকলেও কেউ এগিয়ে এসে সাহায্য করেননি।

এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অহনা বলেন, শহরের রাস্তায় নিরাপত্তা ও সাধারণ মানুষের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন থেকেই যায়। তারকা হোন বা সাধারণ মানুষ—এ ধরনের পরিস্থিতিতে সহানুভূতি ও সহযোগিতাই সবচেয়ে বেশি প্রয়োজন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হেনস্তার অভিযোগ তুললেন অভিনেত্রী অহনা

সর্বশেষ আপডেট ০৩:১৬:০২ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬

রাস্তাঘাটে হেনস্তার শিকার হওয়ার ঘটনা নতুন নয় কলকাতার তারকাদের জন্য। এবার সেই অভিজ্ঞতার মুখোমুখি হলেন অভিনেত্রী অহনা দত্ত। শুটিং শেষে বাড়ি ফেরার পথে স্বামীসহ এক মদ্যপ ব্যক্তির দ্বারা হেনস্তার শিকার হয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে এই ঘটনার বিবরণ।

ঘটনার দিন প্রতিদিনের মতোই কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন অহনা। গাড়ির চালকের আসনে ছিলেন তাঁর স্বামী দীপঙ্কর রায়, আর পাশে বসেছিলেন অভিনেত্রী নিজে। কলকাতা শহরের নরেন্দ্রপুর এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎই সমস্যার মুখে পড়েন তাঁরা।

অহনা দত্ত

ঘটনাটি বর্ণনা করে অহনা বলেন, নরেন্দ্রপুর এলাকায় চলার সময় সামনের একটি গাড়ি ঘোরানোর কারণে তাঁদের গাড়ি থামাতে হয়। ঠিক সেই সময় পেছন থেকে একটি গাড়ি এসে তাঁদের নতুন গাড়িতে ধাক্কা দেয়। এতে গাড়ির সামনের অংশে ঘষা লাগে।

অহনার অভিযোগ, দুর্ঘটনার পর সামনের গাড়ির চালককে প্রশ্ন করা হলে তিনি উল্টো রূঢ় আচরণ করেন। মদ্যপ অবস্থায় থাকা ওই ব্যক্তি তাঁদের সঙ্গে উচ্চস্বরে কথা বলেন এবং পরদিন ক্লাব থেকে টাকা নিয়ে যেতে বলেন। এমন আচরণে তিনি ও তাঁর স্বামী দুজনই হতবাক হয়ে যান।

অভিনেত্রী জানান, মাত্র এক মাস আগে নতুন গাড়িটি কিনেছেন। গাড়ির ক্ষতি হওয়ায় মন খারাপ হলেও, সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়দের আচরণে। তাঁর ভাষায়, অনেক মানুষ ভিড় করে দাঁড়িয়ে থাকলেও কেউ এগিয়ে এসে সাহায্য করেননি।

এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অহনা বলেন, শহরের রাস্তায় নিরাপত্তা ও সাধারণ মানুষের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন থেকেই যায়। তারকা হোন বা সাধারণ মানুষ—এ ধরনের পরিস্থিতিতে সহানুভূতি ও সহযোগিতাই সবচেয়ে বেশি প্রয়োজন।