হিলি সীমান্তে দুর্গাপূজায় দর্শনার্থীদের ভিড়
- সর্বশেষ আপডেট ০২:৫৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
- / 112
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দিনাজপুরের হিলি সীমান্তে ভিড় জমেছে দুই দেশের অসংখ্য মানুষ। কেউ এসেছেন পূজা দেখতে, কেউ আবার বহুদিন দেখা হয়নি এমন আত্মীয়-স্বজনকে অন্তত দূর থেকে দেখার আশায় সীমান্তের শূন্যরেখায় ছুটে গেছেন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে হিলি সীমান্তের জিরো পয়েন্ট ঘুরে দেখা যায়, নোম্যানস ল্যান্ড জুড়ে শত শত মানুষের পদচারণায় মুখর পরিবেশ। সীমান্ত পেরোনোর অনুমতি না থাকায় দূর থেকেই দর্শনার্থীরা প্রিয়জনকে হাত নেড়ে অভিব্যক্তি প্রকাশ করেন, আর এভাবেই মন ভরে স্বজনদের দেখে বাড়ি ফিরতে হয় তাদের।
দর্শনার্থীরা জানান, সীমান্তে কাঁটাতারের বেড়া থাকলেও ভালোবাসার টানে ও নাড়ির সম্পর্কে টানেই তাঁরা এখানে আসেন। অনেকেরই আত্মীয় ভারতে থাকেন, যাদের দেখা মেলে কেবল কাঁটাতারের ওপার থেকে। কেউ কেউ আশা প্রকাশ করেন, পূজার সময় অন্তত একদিনের জন্য হলেও সীমান্ত খোলা হলে প্রিয়জনদের সঙ্গে কাছ থেকে দেখা করা যেত এবং পূজার প্রতিমা দেখার সুযোগও মিলত।
জয়পুরহাট থেকে আসা তৃপ্তি রানী বলেন, “আমার বোন-ভাগনি ভারতে থাকে। প্রায় ১২ বছর হলো দেখা হয়নি। আমাদের পাসপোর্ট নেই, তাই পারাপার সম্ভব নয়। শুনেছি পূজার সময় দেখা করার সুযোগ মেলে, তাই সীমান্তে এসেছি। কিন্তু কাছে যেতেও দেওয়া হয়নি।”
ঘোড়াঘাট থেকে আসা আরেক দর্শনার্থী জানান, লোকমুখে শুনেছিলেন পূজায় একদিনের জন্য সীমান্ত খোলা হয়। সেই আশায় পরিবার নিয়ে এসেছিলেন, কিন্তু এসে দেখেন বিজিবির কড়া নিরাপত্তায় কাছে যাওয়া যায় না। বাধ্য হয়ে ফিরে যেতে হয়েছে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আরিফুল ইসলাম জানান, দুর্গাপূজা উপলক্ষে প্রতিদিনই হিলি সীমান্ত দিয়ে যাত্রী পারাপার বাড়ছে। বাংলাদেশ থেকে অনেকে ভারতে যাচ্ছেন, আবার ভারত থেকেও বহু মানুষ আসছেন আত্মীয়-স্বজনের কাছে।
যদিও সীমান্তে বিজিবি ও বিএসএফের কঠোর নজরদারি চলছে, তবুও কাঁটাতারের দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষের চোখেমুখে আনন্দ ও আবেগ স্পষ্ট। দূর থেকে হলেও হাসি-আনন্দ বিনিময়ের দৃশ্য সীমান্তে আবেগঘন পরিবেশ তৈরি করেছে। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এমন মিলনমেলা দুই বাংলার মানুষকে আবেগ ও ভালোবাসার বন্ধনে আরও কাছাকাছি নিয়ে আসে।

































