হাসিনার লকারে মিলেছে স্বর্ণালংকা, হীরা-মুক্তা-দামি পাথর
- সর্বশেষ আপডেট ১১:০৪:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / 98
গণহত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের দুটি লকারে ৮৩২ ভরি স্বর্ণালংকারই শুধু নয়, পাওয়া গেছে সোনার বার, কয়েন, মুক্তা, হীরাসহ বিভিন্ন ধরনের দামি পাথর। স্বর্ণালংকারসহ মূল্যবান এসব পাথরের গুণগত মান পরীক্ষা-নিরীক্ষার কাজ চলছে। ফলে জব্দ করা এসব সামগ্রীর প্রকৃত তথ্য পেতে কয়েকদিন সময় লাগতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
এদিকে অগ্রণী ব্যাংকের লকারে পাওয়া মূল্যবান এসব দামি পাথর ও স্বর্ণালংকার শেখ হাসিনার নামে থাকা লকার থেকে রাষ্ট্রীয় জিম্মায় ব্যাংকেরই অন্য একটি লকারে সিলগালা অবস্থায় রাখা হয়েছে। ‘অগ্রণী ব্যাংকের লকারে শেখ হাসিনার স্বর্ণালংকার’- এমন সংবাদ এখন ‘টক অব দ্য কান্ট্রি’। প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়, ব্যাংকপাড়াসহ অফিস-আদালত, যানবাহন, ফুটপাত সর্বত্র এখন আলোচনার মূল বিষয় এ স্বর্ণ উদ্ধারের ঘটনা।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, টানা সাড়ে ১৫ বছর ধরে শেখ হাসিনার মুখে ‘রিক্ত আমি, সিক্ত আমি দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই’ এমন বক্তব্য শত শতবার শুনেছেন। তিনি ‘বঙ্গবন্ধুকন্যা, তাই সাধারণ জীবনযাপনই তার লক্ষ্য।’ দেশের কোথাও তার কোনো সম্পদ নেই। এমন শত শত উক্তি তিনি করেছেন। এখন যেসব সম্পদের তথ্য বেরিয়ে আসছে, তাতে মাথায় আকাশ ভেঙেপড়ার মতো অবস্থা।
এদিকে শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকে থাকা লকারটিও ভাঙা হয়েছে। সেখানে শুধু একটি খালি পাটের বস্তা পাওয়ার বিষয়টি নিয়ে রহস্য তৈরি হয়েছে। সেই লকারে জমা থাকা সম্পদ বা মূল্যবানসামগ্রী আগেই শেখ হাসিনা সরিয়ে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
গত বছরের ডিসেম্বর মাসে শেখ হাসিনার নামে থাকা ব্যাংকের স্থিতি, এফডিআর, ভল্ট বা লকারের তথ্য চেয়ে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীর কাছে চিঠি দেয় সিআইসি। কিন্তু পূবালী ব্যাংক লকারের তথ্য গোপন রাখে। এ কারণে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে শোকজও করা হয়।


































