হাসিনসনপুরে এসএসসি ধস, দীঘিনালায় শিক্ষার মান নিয়ে প্রশ্ন
- সর্বশেষ আপডেট ১২:১৮:১৩ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
- / 465
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় দীঘিনালা উপজেলার ঐতিহ্যবাহী হাসিনসনপুর উচ্চ বিদ্যালয়ের ফলাফল এলাকাজুড়ে চরম উদ্বেগ ও আলোচনার জন্ম দিয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর এসএসসিতে অংশ নিয়েছিল মোট ১০৮ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে মাত্র ১০ জন উত্তীর্ণ হয়েছে, যা পাশের হার মাত্র ৯.২৬ শতাংশ। এর চেয়েও হতাশাজনক বিষয় হলো, একজন শিক্ষার্থীও জিপিএ-৫ পায়নি।
স্থানীয়দের ক্ষোভ ও প্রতিক্রিয়া
ফল প্রকাশের পর বিদ্যালয়ের পাঠদান পদ্ধতি, শিক্ষক উপস্থিতি এবং প্রশাসনিক তদারকি নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
বিভিন্ন অভিভাবক ও এলাকাবাসী অভিযোগ করেছেন, বিদ্যালয়ে ক্লাস নিয়মিত হয় না, অনেক শিক্ষকের উপস্থিতি অনিয়মিত এবং শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহও কম। এ অব্যবস্থাপনার ফলে বছরের পর বছর ধরে শিক্ষার মান অবনতির দিকে যাচ্ছে বলে তাদের অভিমত।
পরিবর্তনের দাবি
স্থানীয় শিক্ষানুরাগীরা মনে করছেন, বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি কাটিয়ে উঠতে প্রয়োজন প্রশাসনিক নজরদারি, শিক্ষক ও শিক্ষার্থীদের জবাবদিহিতা এবং সময়োপযোগী পাঠদান কার্যক্রম।
এমন ফলাফলের মাধ্যমে প্রশ্ন উঠেছে, শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা ধরে রাখতে হলে কেবল অবকাঠামো নয়, মানসম্মত শিক্ষা ও নিয়মানুবর্তিতা নিশ্চিত করা জরুরি।


































