ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন জামায়াত আমির

সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:২১:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • / 265

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন জামায়াত আমির

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এরপর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরেছেন। শনিবার (১৯ জুলাই) রাত ৯টার দিকে হাসপাতাল থেকে হেঁটে বের হন তিনি।

এসময় সাংবাদিকদের ডা. শফিকুর রহমান বলেন, “জাতির উদ্দেশে মনের কথাগুলো আল্লাহর ইচ্ছায় পুরোপুরি বলতে পারিনি। আমার অসুস্থতায় যারা উদ্বেগ প্রকাশ করেছেন, সবাইকে ধন্যবাদ জানাই। আমার কারণে যেন দেশ কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়—এই দোয়াই চাই।”

তিনি আরও বলেন, “দেশ থেকে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। দুর্নীতি দূর করতে হলে সবাইকে লড়াই করতে হবে। এটা সব দলের জন্যই জরুরি। দেশ দুর্নীতিমুক্ত না হলে কিছুই সঠিকভাবে সম্ভব হবে না।”

এর আগে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, “আমির এখন শারীরিকভাবে সুস্থ। আশা করা যাচ্ছে, কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তিনি বাসায় ফিরতে পারবেন।”

এদিকে ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও তাকে দেখতে যান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন জামায়াত আমির

সর্বশেষ আপডেট ১০:২১:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এরপর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরেছেন। শনিবার (১৯ জুলাই) রাত ৯টার দিকে হাসপাতাল থেকে হেঁটে বের হন তিনি।

এসময় সাংবাদিকদের ডা. শফিকুর রহমান বলেন, “জাতির উদ্দেশে মনের কথাগুলো আল্লাহর ইচ্ছায় পুরোপুরি বলতে পারিনি। আমার অসুস্থতায় যারা উদ্বেগ প্রকাশ করেছেন, সবাইকে ধন্যবাদ জানাই। আমার কারণে যেন দেশ কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়—এই দোয়াই চাই।”

তিনি আরও বলেন, “দেশ থেকে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। দুর্নীতি দূর করতে হলে সবাইকে লড়াই করতে হবে। এটা সব দলের জন্যই জরুরি। দেশ দুর্নীতিমুক্ত না হলে কিছুই সঠিকভাবে সম্ভব হবে না।”

এর আগে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, “আমির এখন শারীরিকভাবে সুস্থ। আশা করা যাচ্ছে, কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তিনি বাসায় ফিরতে পারবেন।”

এদিকে ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও তাকে দেখতে যান।