ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হাসপাতালে ভর্তি হলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৪৮:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • / 90

বেগম খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার রাত ১১টা ৪০ মিনিটে গুলশানের বাসা ফিরোজা থেকে তিনি ব্যক্তিগত গাড়িতে হাসপাতালে রওনা হন এবং রাত ১২টা ২৫ মিনিটে সেখানে পৌঁছান।

তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, মেডিকেল বোর্ডের পরামর্শে কয়েকটি পরীক্ষা করার জন্য খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরীক্ষার ফল হাতে পাওয়ার পর বৃহস্পতিবার বোর্ড বৈঠকে বসে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করবে।

এর আগে গত ২৮ আগস্টও স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন তিনি। প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, কিডনি ও হৃদ্‌রোগসহ ডায়াবেটিস এবং আর্থ্রাইটিসে ভুগছেন বলে জানা গেছে।

গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া এবং চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন। দেশে ফেরার পর থেকেই গুলশানের বাসায় এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার নিয়মিত চিকিৎসা চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হাসপাতালে ভর্তি হলেন খালেদা জিয়া

সর্বশেষ আপডেট ১০:৪৮:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার রাত ১১টা ৪০ মিনিটে গুলশানের বাসা ফিরোজা থেকে তিনি ব্যক্তিগত গাড়িতে হাসপাতালে রওনা হন এবং রাত ১২টা ২৫ মিনিটে সেখানে পৌঁছান।

তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, মেডিকেল বোর্ডের পরামর্শে কয়েকটি পরীক্ষা করার জন্য খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরীক্ষার ফল হাতে পাওয়ার পর বৃহস্পতিবার বোর্ড বৈঠকে বসে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করবে।

এর আগে গত ২৮ আগস্টও স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন তিনি। প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, কিডনি ও হৃদ্‌রোগসহ ডায়াবেটিস এবং আর্থ্রাইটিসে ভুগছেন বলে জানা গেছে।

গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া এবং চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন। দেশে ফেরার পর থেকেই গুলশানের বাসায় এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার নিয়মিত চিকিৎসা চলছে।