হালদা নদীতে বালু উত্তোলন, ৩ জনকে অর্থদণ্ড
- সর্বশেষ আপডেট ১২:০৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
- / 53
নিষেধাজ্ঞা অমান্য করে এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে ইঞ্জিনচালিত ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ইব্রাহিম, হান্নান ও সবুজ নামের তিন ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের রামদাস মুন্সির ঘাট এলাকায় অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শাহেদ আরমান এ দণ্ডাদেশ প্রদান করেন।
জানা যায়, সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে রাজনৈতিক দলের নেতাদের নাম ভাঙিয়ে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে বালি উত্তোলন করছিল। ঘটনার দিন দুপুরেও অবৈধভাবে ইঞ্জিনচালিত ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন/পরিবহন করার সময় গোপন সংবাদের ভিক্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িত মো. ইব্রাহিম, মো. হান্নান, মো. সবুজ নামের কালুরঘাট এলাকার তিন ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন ২০২৩ এর সংশ্লিষ্ট ধারায় এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনাকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শওকত আলী, নৌ-পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই রমজান আলী এবং হালদার সংশ্লিষ্ট পাহারাদারগণ সহযোগিতা করেন।
অভিযান পরিচালনাকারী ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি মো. শাহেদ আরমান জানান, হালদা নদীর জীববৈচিত্র্য রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
































