ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হালট্রিপ কেলেঙ্কারির অন্যতম হোতা তাজবীর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:১০:০৫ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • / 50

হালট্রিপ কেলেঙ্কারির অন্যতম হোতা তাজবীর গ্রেপ্তার

হালট্রিপ কেলেঙ্কারির অন্যতম অভিযুক্ত ও প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাজবীর হাসানকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। দীর্ঘদিন বিদেশে আত্মগোপনে থাকার পর দেশে ফিরে তিনি ধরা পড়েন।

শুক্রবার গভীর রাতে তাকে আটক করা হয়। পরে শনিবার (৪ অক্টোবর) দুপুরে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেন। এ সময় তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।

সূত্র জানায়, পিকে হালদারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত তাজবীর গত ২৪ সেপ্টেম্বর তুরস্কের একটি পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশে প্রবেশ করেন।

২০২০ সালের শুরুর দিকে অনলাইন ট্রাভেল প্ল্যাটফর্ম হালট্রিপ গ্রাহকদের শত কোটি টাকা আত্মসাৎ করে হঠাৎই কার্যক্রম বন্ধ করে দেয়। এতে ক্ষতিগ্রস্ত হন অসংখ্য যাত্রী ও ট্রাভেল এজেন্সি।

তদন্তে জানা গেছে, ওই বছরের জানুয়ারিতে দেশ ছেড়ে পালিয়ে যান তাজবীর হাসান। পরবর্তীতে তিনি অন্তত দুটি দেশের—তুরস্ক ও ভানুয়াতুর—নাগরিকত্ব গ্রহণ করেন।

তার বিরুদ্ধে প্রতারণা, অর্থ আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের একাধিক মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হালট্রিপ কেলেঙ্কারির অন্যতম হোতা তাজবীর গ্রেপ্তার

সর্বশেষ আপডেট ০৪:১০:০৫ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫

হালট্রিপ কেলেঙ্কারির অন্যতম অভিযুক্ত ও প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাজবীর হাসানকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। দীর্ঘদিন বিদেশে আত্মগোপনে থাকার পর দেশে ফিরে তিনি ধরা পড়েন।

শুক্রবার গভীর রাতে তাকে আটক করা হয়। পরে শনিবার (৪ অক্টোবর) দুপুরে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেন। এ সময় তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।

সূত্র জানায়, পিকে হালদারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত তাজবীর গত ২৪ সেপ্টেম্বর তুরস্কের একটি পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশে প্রবেশ করেন।

২০২০ সালের শুরুর দিকে অনলাইন ট্রাভেল প্ল্যাটফর্ম হালট্রিপ গ্রাহকদের শত কোটি টাকা আত্মসাৎ করে হঠাৎই কার্যক্রম বন্ধ করে দেয়। এতে ক্ষতিগ্রস্ত হন অসংখ্য যাত্রী ও ট্রাভেল এজেন্সি।

তদন্তে জানা গেছে, ওই বছরের জানুয়ারিতে দেশ ছেড়ে পালিয়ে যান তাজবীর হাসান। পরবর্তীতে তিনি অন্তত দুটি দেশের—তুরস্ক ও ভানুয়াতুর—নাগরিকত্ব গ্রহণ করেন।

তার বিরুদ্ধে প্রতারণা, অর্থ আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের একাধিক মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।