সোশ্যাল মিডিয়া
সাদিক কায়েমের বক্তব্যে ফ্যাসিবাদী ছাপ: হামিম
- সর্বশেষ আপডেট ০৭:১৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
- / 4
সাদিক কায়েমের সাম্প্রতিক বক্তব্যে এখনো ফ্যাসিবাদী মানসিকতার ছাপ রয়ে গেছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম।
সাদিক কায়েমের একটি বক্তব্যে ‘ডিল’ শব্দ ব্যবহারের প্রসঙ্গ টেনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে হামিম এ বিষয়ে অবস্থান স্পষ্ট করেন।
এর আগে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এক বক্তব্যে সাদিক কায়েম বলেন, “হাসিনাকে যেভাবে লাথি দিয়ে ভারত পাঠিয়েছি, আপনাদের সঙ্গেও সেভাবেই ডিল করব।” এই মন্তব্য ঘিরেই বিতর্কের সূত্রপাত হয়।
ফেসবুক পোস্টে হামিম লেখেন, সাধারণভাবে ‘ডিল’ শব্দের অর্থ চুক্তি হলেও, অতীতে ফ্যাসিবাদী শাসনামলে ছাত্রলীগের মিছিল করা, নৌকার পক্ষে স্লোগান দেওয়া কিংবা হল ও অনুষদের পদ-পদবি পাওয়ার বিনিময়ে যে সুবিধাভোগের সম্পর্ক গড়ে উঠেছিল, সে ধরনের কোনো আপস বা সমঝোতার সুযোগ আর থাকবে না।
তিনি আরও বলেন, ছাত্রদল সতর্ক রয়েছে, যাতে কোনো গুপ্তচর, ভণ্ড বা প্রতারক সংগঠনে ঢুকে পড়তে না পারে। ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করতে গিয়ে গুম, খুন, হামলা ও মামলার শিকার হয়েছে তাদের নেতাকর্মীরা। এ কারণে আপসের রাজনীতির প্রশ্নই ওঠে না।
হামিম অভিযোগ করেন, সাদিক কায়েমের কথাবার্তায় এখনো ফ্যাসিবাদী মনোভাবের প্রতিফলন দেখা যায়। তিনি প্রশ্ন তোলেন, নতুন করে কোনো ফ্যাসিবাদী শক্তির সঙ্গে সমঝোতা হয়েছে কি না, তা নিয়েও সন্দেহ তৈরি হচ্ছে।
পোস্টে তিনি আরও লেখেন, ছাত্রদল কখনো কারও কাছে জিম্মি হয়ে বা গোপন চুক্তির মাধ্যমে রাজনীতি করেনি। যারা অতীতে ফ্যাসিবাদের সুবিধা নিয়েছে, তারা চাইলে সেই পথেই থাকতে পারে, তবে ছাত্রদল সে পথে হাঁটবে না।
সবশেষে তিনি সাদিক কায়েমকে উদ্দেশ করে বলেন, বক্তব্যের ভাষা সংযত করা উচিত এবং কণ্ঠে গণতন্ত্র, শান্তি ও সমৃদ্ধির বার্তা তুলে ধরা প্রয়োজন। অন্যথায় ছাত্রলীগ যেভাবে বিতাড়িত হয়েছে, একই পরিণতির মুখোমুখি হতে হতে পারে বলেও তিনি সতর্ক করেন।





























