ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হামাসের হামলার চেষ্টা ব্যর্থ করল আইডিএফ

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৮:০৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 80

হামাসের হামলার চেষ্টা ব্যর্থ করল আইডিএফ

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজা সিটিতে হামাসের একটি প্রাণঘাতী হামলার চেষ্টা ব্যর্থ করেছে বলে সামরিক সূত্রের বরাত দিয়ে এক ভিডিও প্রতিবেদনে জানিয়েছে টাইমস নাও।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, আইডিএফ সেনারা সশস্ত্র ব্যক্তিদের শনাক্ত করে, যারা সেনাদের ওপর হামলা চালানো ও অপহরণের পরিকল্পনা করছিল। একটি সেনা ড্রোন তাদের পালানোর সময় নজরদারি করে এবং পরে আইডিএফের একটি ট্যাংক গোলা ছুড়লে কয়েকজন নিহত হয়। ওই সময় তারা কালাশনিকভ অ্যাসল্ট রাইফেল ও আরপিজি নিয়ে সজ্জিত ছিল।

পরে ইসরায়েলি বিমান বাহিনী একটি ড্রোন হামলা চালায়, যা হামলাকারীদের ছত্রভঙ্গ করে। ঘটনাস্থলের তোলা ভিডিও ও ছবিতে আইডিএফ সেনাদের সঙ্গে হামাসের বন্দুকধারীদের সংঘর্ষের দৃশ্য দেখা গেছে।

গাজা সিটিতে আইডিএফের চলমান গভীর অভিযানের মধ্যে এ ঘটনা ঘটে। অভিযানে ইসরায়েলি বিমান ও নৌবাহিনীও যৌথভাবে অংশ নিচ্ছে।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো হামাসের নিয়ন্ত্রণকেন্দ্র লক্ষ্য করে পর্যবেক্ষণ পোস্ট, বোমাবিধ্বস্ত স্থাপনা এবং উঁচু ভবন ধ্বংস করেছে, যা হামাস ব্যবহার করছিল বলে সামরিক সূত্র জানিয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হামাসের হামলার চেষ্টা ব্যর্থ করল আইডিএফ

সর্বশেষ আপডেট ০৮:০৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজা সিটিতে হামাসের একটি প্রাণঘাতী হামলার চেষ্টা ব্যর্থ করেছে বলে সামরিক সূত্রের বরাত দিয়ে এক ভিডিও প্রতিবেদনে জানিয়েছে টাইমস নাও।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, আইডিএফ সেনারা সশস্ত্র ব্যক্তিদের শনাক্ত করে, যারা সেনাদের ওপর হামলা চালানো ও অপহরণের পরিকল্পনা করছিল। একটি সেনা ড্রোন তাদের পালানোর সময় নজরদারি করে এবং পরে আইডিএফের একটি ট্যাংক গোলা ছুড়লে কয়েকজন নিহত হয়। ওই সময় তারা কালাশনিকভ অ্যাসল্ট রাইফেল ও আরপিজি নিয়ে সজ্জিত ছিল।

পরে ইসরায়েলি বিমান বাহিনী একটি ড্রোন হামলা চালায়, যা হামলাকারীদের ছত্রভঙ্গ করে। ঘটনাস্থলের তোলা ভিডিও ও ছবিতে আইডিএফ সেনাদের সঙ্গে হামাসের বন্দুকধারীদের সংঘর্ষের দৃশ্য দেখা গেছে।

গাজা সিটিতে আইডিএফের চলমান গভীর অভিযানের মধ্যে এ ঘটনা ঘটে। অভিযানে ইসরায়েলি বিমান ও নৌবাহিনীও যৌথভাবে অংশ নিচ্ছে।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো হামাসের নিয়ন্ত্রণকেন্দ্র লক্ষ্য করে পর্যবেক্ষণ পোস্ট, বোমাবিধ্বস্ত স্থাপনা এবং উঁচু ভবন ধ্বংস করেছে, যা হামাস ব্যবহার করছিল বলে সামরিক সূত্র জানিয়েছে।