ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
পত্রিকার পাতা থেকে

হাদি হত্যাচেষ্টার নেপথ্যে কোটি টাকার মিশন

বাংলা অ্যাফেয়ার্স ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০১:৪১:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • / 91

সংবাদপত্র বা খবরের কাগজ থেকে সংগৃহীত বা নির্বাচিত তথ্য, রাজনৈতিক উত্তেজনা, অর্থনৈতিক পরিস্থিতি ও আন্তর্জাতিক খবরা-খবর, সাম্প্রতিক ঘটনাবলী, সাধারণ জ্ঞান বা পরীক্ষার প্রস্তুতিসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরে। পাঠকের তথ্যের চাহিদা মেটাতে বাংলা অ্যাফেয়ার্সও দেশের প্রধান প্রধান সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম সামনে নিয়মিত তুলে ধরছে। এক নজরে দেখে নিন পত্রিকা পাতার প্রধান সংবাদ।

হাদি হত্যাচেষ্টার নেপথ্যে কোটি টাকার মিশন

হাদি হত্যাচেষ্টার নেপথ্যে কোটি টাকার মিশন
জুলাই যোদ্ধা শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার নেপথ্যে কোটি টাকার মিশন কাজ করেছে। পুরো ঘটনার মাস্টারমাইন্ড মোহাম্মদপুরের এক সাবেক কাউন্সিলর। মিশন সাকসেস করতে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ছিল অন্তত ২০ জনের একটি গ্রুপ। হত্যাচেষ্টা থেকে শুরু করে শুটারদের সীমান্ত পাড়ি দিতে বিভিন্ন পর্যায়ে কাজ করেছে তারা। কেউ অর্থ জোগান দিয়েছে, কেউ দিয়েছে অস্ত্র।

ঘটনার পর দ্রুত পালাতে কয়েক ধাপে যানবাহন প্রস্তুত রাখা, সীমান্ত পার হতে সহায়তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে মোটরসাইকেলের নম্বর প্লেট পরিবর্তন করা হয়। সবই ছিল পরিকল্পনার অংশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুসন্ধান, তথ্যপ্রযুক্তি ও গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর এসব তথ্য পেয়েছেন তদন্তসংশ্লিষ্টরা।

এসব তথ্যের ভিত্তিতে পুলিশ ধারণা করছে, এ ধরনের একাধিক শুটার গ্রুপ মাঠে সক্রিয় থাকতে পারে। এজন্য গোয়েন্দা সংস্থার চৌকশ সদস্যরা সন্দেহভাজন সন্ত্রাসীদের অবস্থান চিহ্নিত করতে একযোগে মাঠে কাজ করছেন।

তদন্তসংশ্লিষ্ট দায়িত্বশীল এক কর্মকর্তা যুগান্তরকে বলেন, ওসমান হাদিকে হত্যার লক্ষ্যে কয়েক কোটি টাকা ইনভেস্ট করার প্রাথমিক তথ্য মিলেছে। শুটার ফয়সালের বাসা থেকে বেশকিছু চেকও উদ্ধার করা হয়েছে। ওইসব চেকে ফয়সালের স্বাক্ষর রয়েছে। এসব নিয়ে যাচাই-বাছাই চলছে।

ভোটের ওপর নির্ভর করছে দেশের সবার ভবিষ্যৎ

ভোটের ওপর নির্ভর করছে দেশের সবার ভবিষ্যৎ
জাতীয় নির্বাচন ও গণভোটকে বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণের ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, সরকার গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ। এই ভোটের ওপরে নির্ভর করছে দেশের সবার ভবিষ্যৎ। গতকাল মঙ্গলবার বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘নির্বাচনকে ঘিরে নিরাপত্তা, প্রশাসনিক প্রস্তুতি, প্রযুক্তিগত সহায়তা এবং পর্যবেক্ষণের প্রতিটি ধাপকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। আমরা কোন ধরনের রাষ্ট্র প্রত্যাশা করি তা নির্ভর করবে গণভোটের ফলাফলের ওপর। এই ভোটের মাধ্যমে ঠিক হবে নতুন বাংলাদেশের চরিত্র, কাঠামো ও অগ্রযাত্রার গতিপথ। আমরা চাই এই নির্বাচন হোক সত্যিকার অর্থে উৎসবমুখর, অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ এবং সর্বোপরি সুষ্ঠু।’

হাদির ওপর হামলাকারীদের অস্ত্র কে দিল

হাদির ওপর হামলাকারীদের অস্ত্র কে দিল
শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত অস্ত্রের উৎস ও জোগানদাতাকে খুঁজছে পুলিশ। পাশাপাশি হামলাকারীদের সীমান্ত দিয়ে ভারতে পালাতে সহযোগিতাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্ত–সংশ্লিষ্ট সূত্র বলছে, হামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি এখনো উদ্ধার হয়নি। অস্ত্র উদ্ধার ও জোগানদাতাকে গ্রেপ্তার করা গেলে এই হত্যার নেপথ্যের অনেক তথ্য জানা যাবে।

সীমান্তে পৌঁছার আগে ফয়সালকে ৩০ হাজার টাকা পাঠান স্ত্রী

সীমান্তে পৌঁছার আগে ফয়সালকে ৩০ হাজার টাকা পাঠান স্ত্রী
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির শুটার হিসেবে চিহ্নিত ফয়সাল করিম মাসুদ সীমান্তে পৌঁছার আগে তার স্ত্রীর কাছ থেকে ৩০ হাজার টাকা নিয়েছিলেন। ফয়সাল ও তার সহযোগী আলমগীর হোসেন ঢাকার ধামরাই থেকে যে প্রাইভেটকারে ময়মনসিংহের হালুয়াঘাটে পৌঁছান, সেটির চালকের কাছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই টাকা পৌঁছানো হয়। ময়মনসিংহে শহরের একটি দোকান থেকে টাকা তোলেন ফয়সাল।

তদন্ত-সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। সূত্রটি বলছে, ঢাকা থেকে সীমান্ত এলাকায় যেতে একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি প্রাইভেটকার ফয়সাল ও আলমগীর ব্যবহার করেছেন- এমন তথ্য এখন পর্যন্ত পাওয়া গেছে।

সতর্ক দৃষ্টি মোহাম্মদপুরসহ ৫০ থানায়

সতর্ক দৃষ্টি মোহাম্মদপুরসহ ৫০ থানায়
বড় ধরনের অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুরসহ আটটি ক্রাইম জোনের ৫০ থানার ওসিদের বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত শুক্রবার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর এমন সতর্কতা জারি করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দপ্তর। সংশ্লিষ্ট পুলিশ সূত্রে এ তথ্য জানা যায়।

পুলিশসহ সংশ্লিষ্ট সূত্র বলছে, সাম্প্রতিক পরিস্থিতির ওপর ডিএমপির থানা-পুলিশের পাশাপাশি গোয়েন্দারা বিশেষ নজরদারি শুরু করেছে। আটটি ক্রাইম জোনে চোরাগোপ্তা হামলার আশঙ্কায় এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।

আটটি ক্রাইম জোনের ৫০টি থানার মধ্যে ছয়টি থানা নিয়ে গঠিত ডিএমপির তেজগাঁও বিভাগ। এই বিভাগে অপরাধমূলক ঘটনা সবচেয়ে বেশি বলে পুলিশ সূত্রে জানা গেছে। এর মধ্যে মোহাম্মদপুর থানা রয়েছে।

পুলিশের অনুসন্ধানে উঠে এসেছে বিভিন্ন এলাকা থেকে আসা ভাসমান লোকজনের সংখ্যা এই এলাকায় বেশি। এর সঙ্গে বস্তিকেন্দ্রিক অপরাধীদের একটি বড় গ্রুপ সক্রিয় রয়েছে নানা অপরাধে। বেড়িবাঁধ এলাকায় এরা ছিনতাই, অপহরণেও জড়িত।

ডিএমপির একাধিক পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েক দিনে বিভিন্ন এলাকায় হত্যার পাশাপাশি নানা ধরনের অপরাধমূলক ঘটনায় পরিস্থিতি জনজীবনকে কিছুটা ভীতির মধ্যে ফেলে দিয়েছে।

তাঁরা অপরাধ নিয়ন্ত্রণে প্রতিটি থানার ওসিকে আরো সতর্ক করেছেন। এর মধ্যে মোহাম্মদপুর ও আদাবর থানার ওসিকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পত্রিকার পাতা থেকে

হাদি হত্যাচেষ্টার নেপথ্যে কোটি টাকার মিশন

সর্বশেষ আপডেট ০১:৪১:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

সংবাদপত্র বা খবরের কাগজ থেকে সংগৃহীত বা নির্বাচিত তথ্য, রাজনৈতিক উত্তেজনা, অর্থনৈতিক পরিস্থিতি ও আন্তর্জাতিক খবরা-খবর, সাম্প্রতিক ঘটনাবলী, সাধারণ জ্ঞান বা পরীক্ষার প্রস্তুতিসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরে। পাঠকের তথ্যের চাহিদা মেটাতে বাংলা অ্যাফেয়ার্সও দেশের প্রধান প্রধান সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম সামনে নিয়মিত তুলে ধরছে। এক নজরে দেখে নিন পত্রিকা পাতার প্রধান সংবাদ।

হাদি হত্যাচেষ্টার নেপথ্যে কোটি টাকার মিশন

হাদি হত্যাচেষ্টার নেপথ্যে কোটি টাকার মিশন
জুলাই যোদ্ধা শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার নেপথ্যে কোটি টাকার মিশন কাজ করেছে। পুরো ঘটনার মাস্টারমাইন্ড মোহাম্মদপুরের এক সাবেক কাউন্সিলর। মিশন সাকসেস করতে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ছিল অন্তত ২০ জনের একটি গ্রুপ। হত্যাচেষ্টা থেকে শুরু করে শুটারদের সীমান্ত পাড়ি দিতে বিভিন্ন পর্যায়ে কাজ করেছে তারা। কেউ অর্থ জোগান দিয়েছে, কেউ দিয়েছে অস্ত্র।

ঘটনার পর দ্রুত পালাতে কয়েক ধাপে যানবাহন প্রস্তুত রাখা, সীমান্ত পার হতে সহায়তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে মোটরসাইকেলের নম্বর প্লেট পরিবর্তন করা হয়। সবই ছিল পরিকল্পনার অংশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুসন্ধান, তথ্যপ্রযুক্তি ও গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর এসব তথ্য পেয়েছেন তদন্তসংশ্লিষ্টরা।

এসব তথ্যের ভিত্তিতে পুলিশ ধারণা করছে, এ ধরনের একাধিক শুটার গ্রুপ মাঠে সক্রিয় থাকতে পারে। এজন্য গোয়েন্দা সংস্থার চৌকশ সদস্যরা সন্দেহভাজন সন্ত্রাসীদের অবস্থান চিহ্নিত করতে একযোগে মাঠে কাজ করছেন।

তদন্তসংশ্লিষ্ট দায়িত্বশীল এক কর্মকর্তা যুগান্তরকে বলেন, ওসমান হাদিকে হত্যার লক্ষ্যে কয়েক কোটি টাকা ইনভেস্ট করার প্রাথমিক তথ্য মিলেছে। শুটার ফয়সালের বাসা থেকে বেশকিছু চেকও উদ্ধার করা হয়েছে। ওইসব চেকে ফয়সালের স্বাক্ষর রয়েছে। এসব নিয়ে যাচাই-বাছাই চলছে।

ভোটের ওপর নির্ভর করছে দেশের সবার ভবিষ্যৎ

ভোটের ওপর নির্ভর করছে দেশের সবার ভবিষ্যৎ
জাতীয় নির্বাচন ও গণভোটকে বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণের ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, সরকার গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ। এই ভোটের ওপরে নির্ভর করছে দেশের সবার ভবিষ্যৎ। গতকাল মঙ্গলবার বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘নির্বাচনকে ঘিরে নিরাপত্তা, প্রশাসনিক প্রস্তুতি, প্রযুক্তিগত সহায়তা এবং পর্যবেক্ষণের প্রতিটি ধাপকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। আমরা কোন ধরনের রাষ্ট্র প্রত্যাশা করি তা নির্ভর করবে গণভোটের ফলাফলের ওপর। এই ভোটের মাধ্যমে ঠিক হবে নতুন বাংলাদেশের চরিত্র, কাঠামো ও অগ্রযাত্রার গতিপথ। আমরা চাই এই নির্বাচন হোক সত্যিকার অর্থে উৎসবমুখর, অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ এবং সর্বোপরি সুষ্ঠু।’

হাদির ওপর হামলাকারীদের অস্ত্র কে দিল

হাদির ওপর হামলাকারীদের অস্ত্র কে দিল
শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত অস্ত্রের উৎস ও জোগানদাতাকে খুঁজছে পুলিশ। পাশাপাশি হামলাকারীদের সীমান্ত দিয়ে ভারতে পালাতে সহযোগিতাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্ত–সংশ্লিষ্ট সূত্র বলছে, হামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি এখনো উদ্ধার হয়নি। অস্ত্র উদ্ধার ও জোগানদাতাকে গ্রেপ্তার করা গেলে এই হত্যার নেপথ্যের অনেক তথ্য জানা যাবে।

সীমান্তে পৌঁছার আগে ফয়সালকে ৩০ হাজার টাকা পাঠান স্ত্রী

সীমান্তে পৌঁছার আগে ফয়সালকে ৩০ হাজার টাকা পাঠান স্ত্রী
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির শুটার হিসেবে চিহ্নিত ফয়সাল করিম মাসুদ সীমান্তে পৌঁছার আগে তার স্ত্রীর কাছ থেকে ৩০ হাজার টাকা নিয়েছিলেন। ফয়সাল ও তার সহযোগী আলমগীর হোসেন ঢাকার ধামরাই থেকে যে প্রাইভেটকারে ময়মনসিংহের হালুয়াঘাটে পৌঁছান, সেটির চালকের কাছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই টাকা পৌঁছানো হয়। ময়মনসিংহে শহরের একটি দোকান থেকে টাকা তোলেন ফয়সাল।

তদন্ত-সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। সূত্রটি বলছে, ঢাকা থেকে সীমান্ত এলাকায় যেতে একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি প্রাইভেটকার ফয়সাল ও আলমগীর ব্যবহার করেছেন- এমন তথ্য এখন পর্যন্ত পাওয়া গেছে।

সতর্ক দৃষ্টি মোহাম্মদপুরসহ ৫০ থানায়

সতর্ক দৃষ্টি মোহাম্মদপুরসহ ৫০ থানায়
বড় ধরনের অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুরসহ আটটি ক্রাইম জোনের ৫০ থানার ওসিদের বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত শুক্রবার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর এমন সতর্কতা জারি করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দপ্তর। সংশ্লিষ্ট পুলিশ সূত্রে এ তথ্য জানা যায়।

পুলিশসহ সংশ্লিষ্ট সূত্র বলছে, সাম্প্রতিক পরিস্থিতির ওপর ডিএমপির থানা-পুলিশের পাশাপাশি গোয়েন্দারা বিশেষ নজরদারি শুরু করেছে। আটটি ক্রাইম জোনে চোরাগোপ্তা হামলার আশঙ্কায় এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।

আটটি ক্রাইম জোনের ৫০টি থানার মধ্যে ছয়টি থানা নিয়ে গঠিত ডিএমপির তেজগাঁও বিভাগ। এই বিভাগে অপরাধমূলক ঘটনা সবচেয়ে বেশি বলে পুলিশ সূত্রে জানা গেছে। এর মধ্যে মোহাম্মদপুর থানা রয়েছে।

পুলিশের অনুসন্ধানে উঠে এসেছে বিভিন্ন এলাকা থেকে আসা ভাসমান লোকজনের সংখ্যা এই এলাকায় বেশি। এর সঙ্গে বস্তিকেন্দ্রিক অপরাধীদের একটি বড় গ্রুপ সক্রিয় রয়েছে নানা অপরাধে। বেড়িবাঁধ এলাকায় এরা ছিনতাই, অপহরণেও জড়িত।

ডিএমপির একাধিক পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েক দিনে বিভিন্ন এলাকায় হত্যার পাশাপাশি নানা ধরনের অপরাধমূলক ঘটনায় পরিস্থিতি জনজীবনকে কিছুটা ভীতির মধ্যে ফেলে দিয়েছে।

তাঁরা অপরাধ নিয়ন্ত্রণে প্রতিটি থানার ওসিকে আরো সতর্ক করেছেন। এর মধ্যে মোহাম্মদপুর ও আদাবর থানার ওসিকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে।