জামায়াত আমির
হাদি হত্যাকাণ্ডে সরকার যা করছে তাতে জনগণ সন্তুষ্ট নয়
- সর্বশেষ আপডেট ১১:০০:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
- / 54
জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘সরকার যা করছে তাতে জনগণ এখনো সন্তুষ্ট নয়। হাদির খুনিদের আইনিভাবে শাস্তি নিশ্চিত করতে হবে।’ রোববার (২১ ডিসেম্বর) ফজর নামাজের পর শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত শেষে তিনি একথা বলেন।
জামায়াত আমির বলেন, ‘চব্বিশের জুলাইয়ের আপনজন শরীফ ওসমান বিন হাদি। তিনি আজীবন ইনসাফ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের কথা বলে গেছেন। হাদিরা আপন সংস্কৃতির কথা বলতো। কোটি তরুণের প্রাণে দ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছিলো।’
তিনি দাবি জানিয়েছেন সন্দেহ সংশয়ের বাইরে এসে খুনিদের গ্রেফতার করতে হবে।
নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আশাবাদী জামায়াত। এ বিষয়ে সব ধরনের সহযোগিতা করবে তার দল। তবে নির্বাচন যেন সুষ্ঠু হয়, প্রতিফলিত হয় জনমত- এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মাঝে আদর্শ-কৌশলের ভিন্নতা থাকলেও লড়াই বুদ্ধিবৃত্তিক হওয়া উচিত।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর ড. এডভোকেট হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা, ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফারহাদসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও মহানগরী নেতৃবৃন্দ।

































