ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
নির্বাচন কমিশনার মাছউদ

ওসমান হাদির ওপর হামলা নির্বাচনে প্রভাব ফেলবে না

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:৩৬:২৪ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • / 96

নির্বাচন কমিশনার মাছউদ

ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো বড় প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।

শনিবার একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে নির্বাচন কমিশনার বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনার কারণে যদি নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়, তবে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে এগোনো কঠিন হয়ে পড়বে। এজন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করার প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্ব দেন।

উল্লেখ্য, শুক্রবার রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। বর্তমানে তিনি চিকিৎসাধীন এবং তার অবস্থা এখনো আশঙ্কাজনক। চিকিৎসকদের মতে, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।

হাদির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণেও তার শারীরিক অবস্থা এখনও শঙ্কামুক্ত নয় বলে জানানো হয়েছে। বিষয়টি তার পরিবারের সদস্যদেরও অবহিত করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নির্বাচন কমিশনার মাছউদ

ওসমান হাদির ওপর হামলা নির্বাচনে প্রভাব ফেলবে না

সর্বশেষ আপডেট ০৬:৩৬:২৪ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো বড় প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।

শনিবার একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে নির্বাচন কমিশনার বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনার কারণে যদি নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়, তবে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে এগোনো কঠিন হয়ে পড়বে। এজন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করার প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্ব দেন।

উল্লেখ্য, শুক্রবার রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। বর্তমানে তিনি চিকিৎসাধীন এবং তার অবস্থা এখনো আশঙ্কাজনক। চিকিৎসকদের মতে, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।

হাদির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণেও তার শারীরিক অবস্থা এখনও শঙ্কামুক্ত নয় বলে জানানো হয়েছে। বিষয়টি তার পরিবারের সদস্যদেরও অবহিত করা হয়েছে।