হাতিয়ায় সালিশে কনের পরিবারে বেত্রাঘাত ও জরিমানা
- সর্বশেষ আপডেট ০৫:৩৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / 62
নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কালির চর গ্রামে এক বিয়ে বাড়িতে মাইক বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে স্থানীয় প্রভাবশালীদের ডাকা সালিশে ওই পরিবারের সবাইকে বেত্রাঘাত করা হয়।
ভুক্তভোগী পরিবার জানায়, গত সেপ্টেম্বর মাসে পরিবারের একটি মেয়ের বিয়ে অনুষ্ঠানে মাইক ব্যবহার করা হয়েছিল। স্থানীয় কয়েকজন ব্যক্তি এ নিয়ে জিজ্ঞাসা করতে গেলে হট্টগোল সৃষ্টি হয় এবং উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে সালিশে পরিবারের সবাইকে ১৫টি করে বেত্রাঘাতের রায় দেওয়া হয়। ক্ষমা চাওয়ার পরও ৩০ হাজার টাকার জরিমানা আরোপ করা হয়। জরিমানা দিতে না পারায় কন্যার জামাইয়ের একটি অটোরিকশাও আটক রাখা হয়েছে।
ভুক্তভোগীদের বক্তব্য, “আমি গরীব মানুষ, মেয়ের বিয়েতে শখ করে মাইক বাজিয়েছি। স্থানীয় প্রভাবশালীরা আমাদের মারধর করেছে এবং সালিশে সবাইকে বেত্রাঘাত করেছে। ক্ষমা চাইলেও তারা কর্ণপাত করেনি। জরিমানা দিতে না পারায় অটোরিকশা আটকে রাখা হয়েছে। সমাজে অনেকের কাছে গিয়েছি, কোনো বিচার পাইনি।”
হাতিয়া থানার সাগরিয়া ফাঁড়ির পুলিশ উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন বলেন, বিয়েতে মাইক বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন। তিনি উভয় পক্ষকে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন, কিন্তু গ্রাম্য সালিশের আয়োজন হওয়ায় পুলিশ সেখানে আর উপস্থিত ছিলেন না। লিখিত অভিযোগও এখনও দেওয়া হয়নি।

































