ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন
হাতিয়ায় সন্ত্রাস ও নারী নির্যাতনের অভিযোগ
- সর্বশেষ আপডেট ১২:৪৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
- / 78
হাতিয়ার বুড়ির চর ইউনিয়নে সন্ত্রাস, ঘর-বাড়ি ভাঙচুর, স্বর্ণালঙ্কার ছিনতাই এবং নারীদের প্রতি হামলার অভিযোগে ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলন করেছে।
বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী পরিবারের প্রতিনিধি মোহাম্মদ আব্দুর রহমান সাংবাদিকদের সামনে ঘটনার বিবরণ তুলে ধরেন। তিনি জানান, কয়েকদিন আগে জমি-যায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে ওহিদ মেম্বার ও সাঈদের নেতৃত্বে শতাধিক সন্ত্রাসী দেশীয় অস্ত্রসহ পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এতে মো. জাহের উদ্দিন, বাহার উদ্দিন, নুর জাহান বেগম, আয়েশা বেগম, জান্নাতুল ফেরদৌস ও আব্দুর রহমান গুরুতর আহত হন। আহতদের স্থানীয়রা হাসপাতালে নিয়ে যান।
মোহাম্মদ আব্দুর রহমান বলেন, “আমরা এখনও নিরাপত্তাহীনতায় ভুগছি। থানায় মামলা করা হলেও এখনও কেউ গ্রেপ্তার হয়নি। হামলাকারীরা বিভিন্ন মাধ্যমে আমাদের হুমকি দিচ্ছে। আমরা চাই—সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামিদের গ্রেপ্তার এবং আমাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হোক।”
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারীরা বিশেষ করে নারী নির্যাতন ও ধর্ষণের উদ্দেশ্যে হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
































