প্রতিবাদে মানববন্ধন
হাতিয়ায় ভিপি নুরের নাম ভাঙিয়ে চাঁদাবাজি
- সর্বশেষ আপডেট ০৯:৩৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
- / 196
বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের বিরবিরি গ্রামে ভিপি নুর ও গণঅধিকার পরিষদের নাম ভাঙিয়ে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগে শাহারাজ উদ্দিন ও তার সহযোগীদের বিরুদ্ধে এলাকাবাসী মানববন্ধন করেছেন।
সোমবার (৩০ জুন) বিকেলে হাতিয়া উপজেলা পরিষদ কার্যালয়ের সামনের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ভুক্তভোগী বাসিন্দারা অংশ নেন ও অভিযোগ করেন, শাহারাজ উদ্দিন নিজেকে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা এবং ভিপি নুরের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে এলাকাজুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন।
বক্তারা জানান, শাহারাজ ও তার ভাই নাহিদ উদ্দিনসহ একটি চক্র প্রতিনিয়ত স্থানীয়দের হুমকি, চাঁদাবাজি ও দখলবাজিতে লিপ্ত রয়েছে। ইতালি প্রবাসী মহিউদ্দিনের স্ত্রী সীমা বেগম বলেন, “শাহারাজ দুই লাখ টাকা চাঁদা চেয়েছেন। না দিলে সন্তানদের হত্যার হুমকি দেন। এখন পরিবার নিয়ে চরম আতঙ্কে দিন কাটাচ্ছি।”
বক্তারা দাবি করেন, শাহারাজের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে, কিন্তু প্রশাসনের উদাসীনতায় তিনি এখনও ধরা-ছোঁয়ার বাইরে। মানববন্ধনে তার দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করা হয়। একইসঙ্গে ভিপি নুরের নাম ব্যবহার করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা বন্ধের আহ্বান জানানো হয়।

































