ঢাকা ১০:২৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হাজীগঞ্জে পাঁচ দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর
  • সর্বশেষ আপডেট ০২:৩৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • / 71

হাজীগঞ্জে পাঁচ দোকান পুড়ে ছাই

চাঁদপুরের হাজীগঞ্জের বলাখাল বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি কাপড়ের দোকানসহ পাঁচটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি অনুযায়ী প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, শুক্রবার রাত পৌনে ১টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত ছড়িয়ে পড়া আগুনে পাঁচটি দোকান ভস্মীভূত হয় এবং পাশের কয়েকটি দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের সহায়তায় প্রায় ৪০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী লিটন সাহা জানান, তার দোকানের ১৫–২০ লাখ টাকার কাপড় আগুনে পুড়ে গেছে। আর কাপড় ব্যবসায়ী কার্তিক সাহা বলেন, তার দোকানের ১০–১২ লাখ টাকার মালামাল ধ্বংস হয়েছে, কিছু বাঁচানো গেলেও বাকিটা নষ্ট হয়েছে।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাহারউদ্দিন জানান, আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হয়েছে এবং পাঁচটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, আগুনের খবর পেয়ে রাতেই তদন্তের জন্য অফিসার রাজিব শর্মাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হাজীগঞ্জে পাঁচ দোকান পুড়ে ছাই

সর্বশেষ আপডেট ০২:৩৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

চাঁদপুরের হাজীগঞ্জের বলাখাল বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি কাপড়ের দোকানসহ পাঁচটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি অনুযায়ী প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, শুক্রবার রাত পৌনে ১টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত ছড়িয়ে পড়া আগুনে পাঁচটি দোকান ভস্মীভূত হয় এবং পাশের কয়েকটি দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের সহায়তায় প্রায় ৪০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী লিটন সাহা জানান, তার দোকানের ১৫–২০ লাখ টাকার কাপড় আগুনে পুড়ে গেছে। আর কাপড় ব্যবসায়ী কার্তিক সাহা বলেন, তার দোকানের ১০–১২ লাখ টাকার মালামাল ধ্বংস হয়েছে, কিছু বাঁচানো গেলেও বাকিটা নষ্ট হয়েছে।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাহারউদ্দিন জানান, আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হয়েছে এবং পাঁচটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, আগুনের খবর পেয়ে রাতেই তদন্তের জন্য অফিসার রাজিব শর্মাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।