ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হর্ষবর্ধন শ্রীংলার মন্তব্য কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন: জামায়াত

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৫৬:৫১ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • / 7

হর্ষবর্ধন শ্রীংলার

ভারতের সাবেক হাইকমিশনার এবং বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রীংলার মন্তব্যে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শ্রীঙ্গলার বক্তব্য অনুযায়ী, যদি নির্বাচনে অনিয়ম ঘটে, জামায়াত ক্ষমতায় আসতে পারে। দলটি এই মন্তব্যকে কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন এবং বাংলাদেশের সার্বভৌমত্বের ব্যাহত করা হিসেবে দেখেছে।

রোববার (২৫ জানুয়ারি) জামায়াতের সাধারণ সম্পাদক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, শ্রীঙ্গলার মন্তব্য উদ্দেশ্যপ্রণোদিত, তথ্যবিকৃত ও রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট। তিনি জোর দিয়ে বলেন, একটি সার্বভৌম দেশের অভ্যন্তরীণ রাজনীতি, নির্বাচনী প্রক্রিয়া এবং নিবন্ধিত রাজনৈতিক দলসমূহের বিষয়ে কোনো বিদেশি কূটনীতিক বা রাজনীতিবিদ হস্তক্ষেপ করতে পারেন না।

শ্রীঙ্গলা ২৩ জানুয়ারি ভারতের দার্জিলিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, জামায়াত কখনোই স্বাধীন ও সুষ্ঠু নির্বাচনে জিততে পারেনি এবং অতীতে সর্বোচ্চ পাঁচ থেকে সাত শতাংশ ভোট পেয়েছে। তবে নির্বাচনে অনিয়ম হলে তারা ক্ষমতায় আসতে পারে।

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার এই বক্তব্য প্রত্যাখ্যান করে বলেন, বাংলাদেশের জনগণই কাকে ভোট দেবে তা সম্পূর্ণ তাদের অধিকার। বিদেশি কোনো রাজনীতিবিদ কোন দল কত ভোট পাবে তা নির্ধারণ করতে পারে না। এছাড়া, শ্রীঙ্গলার মন্তব্য বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করার পাশাপাশি প্রতিবেশী দুই দেশের কূটনৈতিক সম্পর্কের সুসম্পর্কও ক্ষুণ্ন করতে পারে।

তিনি বলেন, জামায়াত একটি নিবন্ধিত, গণতান্ত্রিক ও আদর্শভিত্তিক রাজনৈতিক দল। দেশের জনগণের অধিকার, ন্যায়বিচার ও সুশাসনের প্রশ্নে তারা সবসময় আপসহীন ভূমিকা পালন করে আসছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে জনগণই প্রকৃত রায় দেবে।

শেষে মিয়া গোলাম পরওয়ার আশা প্রকাশ করেন, ভারতের দায়িত্বশীল মহল এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকবেন এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে পারস্পরিক সম্মান ও কূটনৈতিক সৌজন্য বজায় রাখবেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হর্ষবর্ধন শ্রীংলার মন্তব্য কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন: জামায়াত

সর্বশেষ আপডেট ০৯:৫৬:৫১ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

ভারতের সাবেক হাইকমিশনার এবং বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রীংলার মন্তব্যে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শ্রীঙ্গলার বক্তব্য অনুযায়ী, যদি নির্বাচনে অনিয়ম ঘটে, জামায়াত ক্ষমতায় আসতে পারে। দলটি এই মন্তব্যকে কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন এবং বাংলাদেশের সার্বভৌমত্বের ব্যাহত করা হিসেবে দেখেছে।

রোববার (২৫ জানুয়ারি) জামায়াতের সাধারণ সম্পাদক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, শ্রীঙ্গলার মন্তব্য উদ্দেশ্যপ্রণোদিত, তথ্যবিকৃত ও রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট। তিনি জোর দিয়ে বলেন, একটি সার্বভৌম দেশের অভ্যন্তরীণ রাজনীতি, নির্বাচনী প্রক্রিয়া এবং নিবন্ধিত রাজনৈতিক দলসমূহের বিষয়ে কোনো বিদেশি কূটনীতিক বা রাজনীতিবিদ হস্তক্ষেপ করতে পারেন না।

শ্রীঙ্গলা ২৩ জানুয়ারি ভারতের দার্জিলিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, জামায়াত কখনোই স্বাধীন ও সুষ্ঠু নির্বাচনে জিততে পারেনি এবং অতীতে সর্বোচ্চ পাঁচ থেকে সাত শতাংশ ভোট পেয়েছে। তবে নির্বাচনে অনিয়ম হলে তারা ক্ষমতায় আসতে পারে।

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার এই বক্তব্য প্রত্যাখ্যান করে বলেন, বাংলাদেশের জনগণই কাকে ভোট দেবে তা সম্পূর্ণ তাদের অধিকার। বিদেশি কোনো রাজনীতিবিদ কোন দল কত ভোট পাবে তা নির্ধারণ করতে পারে না। এছাড়া, শ্রীঙ্গলার মন্তব্য বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করার পাশাপাশি প্রতিবেশী দুই দেশের কূটনৈতিক সম্পর্কের সুসম্পর্কও ক্ষুণ্ন করতে পারে।

তিনি বলেন, জামায়াত একটি নিবন্ধিত, গণতান্ত্রিক ও আদর্শভিত্তিক রাজনৈতিক দল। দেশের জনগণের অধিকার, ন্যায়বিচার ও সুশাসনের প্রশ্নে তারা সবসময় আপসহীন ভূমিকা পালন করে আসছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে জনগণই প্রকৃত রায় দেবে।

শেষে মিয়া গোলাম পরওয়ার আশা প্রকাশ করেন, ভারতের দায়িত্বশীল মহল এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকবেন এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে পারস্পরিক সম্মান ও কূটনৈতিক সৌজন্য বজায় রাখবেন।