হবিগঞ্জে কনসার্টে বোতল ছোড়াছুড়িতে আহত ৩০
- সর্বশেষ আপডেট ১২:২৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
- / 110
হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত কনসার্টে বিশৃঙ্খলা, হট্টগোল ও চেয়ার ভাঙচুড়ির ঘটনা ঘটেছে। শনিবার রাতে হবিগঞ্জ শহরের জালাল স্টেডিয়ামে দুদল যুবকের মধ্যে বোতল ছোড়াছুড়িতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা গেছে, বৃন্দাবন সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের রজতজয়ন্তী উপলক্ষে জমকালো কনসার্টের আয়োজন করা হয়েছিল। আয়োজকরা দীর্ঘ সময়ের পরিশ্রমের মাধ্যমে দর্শকদের জন্য ব্র্যান্ড লালনের গান উপভোগের সুযোগ করে দেন। সন্ধ্যার পর থেকে জালাল স্টেডিয়ামে কনসার্ট চলছিল। লক্ষাধিক নারী-পুরুষ দর্শক স্টেডিয়ামকে ভিড়ের কারণে ঘিরে ফেলেন। কণ্ঠশিল্পী আশিক ও বাধন গান পরিবেশন করেন। পরে শুরু হয় লালন সংগীত।
রাত ১০টায় লালনের সংগীত শিল্পী সুমি দুটি গান পরিবেশন করেন। বৃষ্টি উপেক্ষা করে দর্শকরা আনন্দে মেতে ওঠেন। এ সময় গান পরিবেশনে দেরি হলে হঠাৎ দর্শকদের মধ্যে হট্টগোল দেখা দেয়। একদল যুবক স্টেজে বোতল ছুড়ে মারেন। দুইদল যুবকের মধ্যে বোতল ছোড়াছুড়ি ও চেয়ার ভাঙচুড়ি শুরু হয়। এতে অন্তত ৩০ জন আহত হন। পরিস্থিতি অস্বাভাবিক হয়ে পড়লে আয়োজকরা কনসার্ট বন্ধ করেন।
আহতদের মধ্যে ছিলেন শিপন মিয়া, পারুল আক্তার, তানিম, আব্দুল কদ্দুছ, দূর্জয় গোপ, শান্ত দেব, মো. কামরুল হাসান, আকিব চৌধুরী, নুর আলম, সালমান, রাকিব, রাফি তালুকদার, কাউছার মিয়া ও মোজাহিদ মিয়া।
বৃন্দাবন সরকারি কলেজের রজতজয়ন্তি উদযাপন কমিটির আহ্বায়ক শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, “দীর্ঘ সময়ের পরিশ্রমের পর দর্শকদের আনন্দ দেওয়ার জন্য কনসার্ট আয়োজন করেছি। শেষ মুহূর্তে দর্শকদের ভিড়ে কয়েকজন যুবকের মধ্যে হট্টগোল দেখা দেয়। প্রশাসন ও আয়োজকদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।”
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীন জানান, লক্ষাধিক দর্শকের উপস্থিতিতে হট্টগোল শুরু হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোনো বড় সংঘর্ষ বা বড় ক্ষয়ক্ষতি ঘটেনি।

































