ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হত্যা মামলায় বাণিজ্য উপদেষ্টা বশিরউদ্দীন অব্যাহতি পেলেন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:০৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • / 136

বাণিজ্য উপদেষ্টা বশিরউদ্দীন

ঢাকার একটি আদালত জুলাই আন্দোলনের সময় ঘটে যাওয়া সোহান শাহ হত্যাকাণ্ডের মামলায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করে তাকে অব্যাহতি দিয়েছেন। মঙ্গলবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম এই আদেশ দেন।

ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান জানিয়েছেন, মামলার তদন্তে বশিরউদ্দীনের সম্পৃক্ততার কোনো তথ্য পাওয়া যায়নি।

গত ২৪ নভেম্বর তদন্ত কর্মকর্তা র‌্যাব-৩ এর উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান আদালতে ১৭৩(ক) ধারায় অন্তর্বর্তী প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে বলা হয়, বশিরউদ্দীন হত্যাকাণ্ডে জড়িত ছিলেন না; তাই তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া উচিত।

জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই রামপুরার সিএনজি স্টেশনের সামনে গুলিবিদ্ধ হন ভারগো গার্মেন্টসের কর্মকর্তা সোহান শাহ। চিকিৎসাধীন অবস্থায় তিনি একই বছরের ২৮ আগস্ট মারা যান। পরে নিহতের মা সুফিয়া বেগম বাদী হয়ে ১৯ সেপ্টেম্বর মামলা করেন। আদালতের নির্দেশে এটি রামপুরা থানায় এজাহার হিসেবে নথিভুক্ত হয়, যেখানে বশিরউদ্দীনের নাম ছিল আসামি তালিকার ৪৯ নম্বরে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হত্যা মামলায় বাণিজ্য উপদেষ্টা বশিরউদ্দীন অব্যাহতি পেলেন

সর্বশেষ আপডেট ০৯:০৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

ঢাকার একটি আদালত জুলাই আন্দোলনের সময় ঘটে যাওয়া সোহান শাহ হত্যাকাণ্ডের মামলায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করে তাকে অব্যাহতি দিয়েছেন। মঙ্গলবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম এই আদেশ দেন।

ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান জানিয়েছেন, মামলার তদন্তে বশিরউদ্দীনের সম্পৃক্ততার কোনো তথ্য পাওয়া যায়নি।

গত ২৪ নভেম্বর তদন্ত কর্মকর্তা র‌্যাব-৩ এর উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান আদালতে ১৭৩(ক) ধারায় অন্তর্বর্তী প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে বলা হয়, বশিরউদ্দীন হত্যাকাণ্ডে জড়িত ছিলেন না; তাই তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া উচিত।

জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই রামপুরার সিএনজি স্টেশনের সামনে গুলিবিদ্ধ হন ভারগো গার্মেন্টসের কর্মকর্তা সোহান শাহ। চিকিৎসাধীন অবস্থায় তিনি একই বছরের ২৮ আগস্ট মারা যান। পরে নিহতের মা সুফিয়া বেগম বাদী হয়ে ১৯ সেপ্টেম্বর মামলা করেন। আদালতের নির্দেশে এটি রামপুরা থানায় এজাহার হিসেবে নথিভুক্ত হয়, যেখানে বশিরউদ্দীনের নাম ছিল আসামি তালিকার ৪৯ নম্বরে।