ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হত্যাচেষ্টা মামলায় অব্যাহতি পেলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:০৭:১৬ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • / 91

হত্যাচেষ্টা মামলায় অব্যাহতি পেলেন মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর রমনা মডেল থানায় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলায় অব্যাহতি পেয়েছেন।

রোববার (৩১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত এই আদেশ দেন।

ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ জানান, ২০১৩ সালের ২ মার্চ বিএনপির মহাসচিবসহ ২৮ জনের বিরুদ্ধে রমনা থানার পুলিশ একটি মামলা দায়ের করে। ওই বছরের শেষ দিকে ফখরুলসহ ২১ জনকে আসামি করে অভিযোগপত্রও দাখিল করা হয়। পরে ফখরুল উচ্চ আদালতে আবেদন করেন। সেখানে শুনানি শেষে তার বিরুদ্ধে আনা অভিযোগের অংশটি বাতিল করা হয়। সেই আদেশের আলোকে আজ নিম্ন আদালত তাকে মামলার দায় থেকে অব্যাহতি দিয়েছেন। তবে মামলার অন্যান্য আসামিদের বিচার প্রক্রিয়া চলবে।

মামলার নথিতে বলা হয়, ২০১৩ সালের ২ মার্চ বিকেল ৫টার দিকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশ শেষে মগবাজার মোড়ে যাওয়ার পথে তারা পুলিশের কাজে বাধা দেয়। অভিযোগে আরও উল্লেখ করা হয়, সেদিন পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ এবং গুলি ছোড়ার ঘটনাও ঘটে, যা হত্যাচেষ্টার অভিযোগে রূপ নেয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হত্যাচেষ্টা মামলায় অব্যাহতি পেলেন মির্জা ফখরুল

সর্বশেষ আপডেট ০৬:০৭:১৬ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর রমনা মডেল থানায় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলায় অব্যাহতি পেয়েছেন।

রোববার (৩১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত এই আদেশ দেন।

ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ জানান, ২০১৩ সালের ২ মার্চ বিএনপির মহাসচিবসহ ২৮ জনের বিরুদ্ধে রমনা থানার পুলিশ একটি মামলা দায়ের করে। ওই বছরের শেষ দিকে ফখরুলসহ ২১ জনকে আসামি করে অভিযোগপত্রও দাখিল করা হয়। পরে ফখরুল উচ্চ আদালতে আবেদন করেন। সেখানে শুনানি শেষে তার বিরুদ্ধে আনা অভিযোগের অংশটি বাতিল করা হয়। সেই আদেশের আলোকে আজ নিম্ন আদালত তাকে মামলার দায় থেকে অব্যাহতি দিয়েছেন। তবে মামলার অন্যান্য আসামিদের বিচার প্রক্রিয়া চলবে।

মামলার নথিতে বলা হয়, ২০১৩ সালের ২ মার্চ বিকেল ৫টার দিকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশ শেষে মগবাজার মোড়ে যাওয়ার পথে তারা পুলিশের কাজে বাধা দেয়। অভিযোগে আরও উল্লেখ করা হয়, সেদিন পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ এবং গুলি ছোড়ার ঘটনাও ঘটে, যা হত্যাচেষ্টার অভিযোগে রূপ নেয়।