ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হঠাৎ অসুস্থ হয়ে সিসিইউতে ফারুক, হার্টে রিং

ক্রীড়া ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৯:৫০:০৮ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • / 98

হঠাৎ অসুস্থ হয়ে সিসিইউতে ফারুক, হার্টে রিং

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহ-সভাপতি ফারুক আহমেদ হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার হঠাৎ হার্টে ব্যথা অনুভব করায় তাকে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়।

পরীক্ষার পরে তার হার্টে ব্লক ধরা পড়ায় চিকিৎসকের পরামর্শে জরুরি ভিত্তিতে রিং বসানোর (এনজিওপ্লাস্টি) সিদ্ধান্ত নেওয়া হয়। বিসিবির একজন পরিচালক নিশ্চিত করেছেন, বিকেলে ফারুক আহমেদের হার্টে রিং বসানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল এবং তিনি আশঙ্কামুক্ত আছেন।

ফারুক আহমেদ ৬ অক্টোবর বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সহ-সভাপতি নির্বাচিত হন। এর আগে তিনি ২০২৪ সালের ২১ আগস্ট থেকে ৯ মাস বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

খেলোয়াড়ি জীবনে ১৯৮৮ থেকে ১৯৯৯ পর্যন্ত জাতীয় দলে খেলেছেন ফারুক। ১৯৯৪ সালের আইসিসি ট্রফিতে তিনি বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে বিসিবির প্রধান নির্বাচক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হঠাৎ অসুস্থ হয়ে সিসিইউতে ফারুক, হার্টে রিং

সর্বশেষ আপডেট ০৯:৫০:০৮ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহ-সভাপতি ফারুক আহমেদ হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার হঠাৎ হার্টে ব্যথা অনুভব করায় তাকে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়।

পরীক্ষার পরে তার হার্টে ব্লক ধরা পড়ায় চিকিৎসকের পরামর্শে জরুরি ভিত্তিতে রিং বসানোর (এনজিওপ্লাস্টি) সিদ্ধান্ত নেওয়া হয়। বিসিবির একজন পরিচালক নিশ্চিত করেছেন, বিকেলে ফারুক আহমেদের হার্টে রিং বসানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল এবং তিনি আশঙ্কামুক্ত আছেন।

ফারুক আহমেদ ৬ অক্টোবর বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সহ-সভাপতি নির্বাচিত হন। এর আগে তিনি ২০২৪ সালের ২১ আগস্ট থেকে ৯ মাস বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

খেলোয়াড়ি জীবনে ১৯৮৮ থেকে ১৯৯৯ পর্যন্ত জাতীয় দলে খেলেছেন ফারুক। ১৯৯৪ সালের আইসিসি ট্রফিতে তিনি বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে বিসিবির প্রধান নির্বাচক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।