হজ ব্যবস্থাপনা নিয়ে সুখবর দিলেন ধর্ম উপদেষ্টা
- সর্বশেষ আপডেট ০৭:২৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
- / 101
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, হজ ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে সরকার নতুন ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি বলেন, “হজকে ঘিরে অতীতে যে সিন্ডিকেট হাজিদের ওপর চাপ তৈরি করত, আমরা সেটাকে প্রায় শূন্য পর্যায়ে নামিয়ে এনেছি। মন্ত্রণালয়ের কর্মকর্তারাও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।”
বুধবার (১০ ডিসেম্বর) সকালে নাটোরে মডেল মসজিদ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
খালিদ হোসেন জানান, গত বছর হাজিদের কাছ থেকে অতিরিক্ত নেওয়া ৮ কোটি ২৮ লাখ টাকা ফেরত দেওয়া হয়েছিল। এ বছরও অনুরূপভাবে অতিরিক্ত অর্থ ফেরত দেওয়ার প্রস্তুতি রয়েছে। তিনি বলেন, “আমরা নিজেরা বাড়ি ভাড়া নেব এবং হজ এজেন্সিগুলোর সঙ্গে সরাসরি আলোচনা করব। হজকে আমরা সেবা ও ইবাদত হিসেবে দেখি। কেউ অনিয়ম করলে তাকে আইনের আওতায় আনা হবে।”
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “দেশে নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছে। আমরা আশা করি, আগামী ফেব্রুয়ারিতে শান্তিপূর্ণ, উৎসবমুখর ও অন্তর্ভুক্তিমূলক জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।”
অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওহাব, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত, সিভিল সার্জন মুক্তাদির আরেফিনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
































