ঢাকা ১০:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হজ টিকিটে নিয়মভঙ্গে এজেন্সিকে সতর্ক চিঠি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৩৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • / 29

হজ ২০২৬-এর বিমান টিকিট প্রক্রিয়ায় কিছু লিড এজেন্সি নির্ধারিত গাইডলাইন মানেনি। এজন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে সতর্ক করে চিঠি পাঠিয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে, এজেন্সিগুলো দ্রুত নিজেদের ভুল সংশোধন করে এয়ারলাইন্সে পুনরায় চাহিদা পাঠাবে।

মন্ত্রণালয় সব হজ কার্যক্রম পরিচালনাকারী লিড এজেন্সির স্বত্বাধিকারী, ব্যবস্থাপনা পরিচালক ও অংশীদারদের চিঠি প্রেরণ করেছে। এতে বলা হয়েছে, ‘হজ প্যাকেজ ও গাইডলাইন-২০২৬’ অনুযায়ী এয়ারলাইন্সে বিমান টিকিটের চাহিদা পাঠাতে হবে। তবে প্রেরিত চাহিদার অনুলিপি পর্যালোচনায় দেখা গেছে, কিছু এজেন্সি নির্দেশনা মেনে চলেনি।

চিঠিতে এ বিষয়কে জরুরি হিসেবে উল্লেখ করা হয়েছে এবং দ্রুত সংশোধন না করলে ভবিষ্যতে কঠোর ব্যবস্থা নেওয়ার সম্ভাবনার কথাও জানানো হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হজ টিকিটে নিয়মভঙ্গে এজেন্সিকে সতর্ক চিঠি

সর্বশেষ আপডেট ০৪:৩৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

হজ ২০২৬-এর বিমান টিকিট প্রক্রিয়ায় কিছু লিড এজেন্সি নির্ধারিত গাইডলাইন মানেনি। এজন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে সতর্ক করে চিঠি পাঠিয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে, এজেন্সিগুলো দ্রুত নিজেদের ভুল সংশোধন করে এয়ারলাইন্সে পুনরায় চাহিদা পাঠাবে।

মন্ত্রণালয় সব হজ কার্যক্রম পরিচালনাকারী লিড এজেন্সির স্বত্বাধিকারী, ব্যবস্থাপনা পরিচালক ও অংশীদারদের চিঠি প্রেরণ করেছে। এতে বলা হয়েছে, ‘হজ প্যাকেজ ও গাইডলাইন-২০২৬’ অনুযায়ী এয়ারলাইন্সে বিমান টিকিটের চাহিদা পাঠাতে হবে। তবে প্রেরিত চাহিদার অনুলিপি পর্যালোচনায় দেখা গেছে, কিছু এজেন্সি নির্দেশনা মেনে চলেনি।

চিঠিতে এ বিষয়কে জরুরি হিসেবে উল্লেখ করা হয়েছে এবং দ্রুত সংশোধন না করলে ভবিষ্যতে কঠোর ব্যবস্থা নেওয়ার সম্ভাবনার কথাও জানানো হয়েছে।