হজের বিমান টিকিট নিয়ে সুখবর দিলো এনবিআর
- সর্বশেষ আপডেট ০২:০৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
- / 120
আগামী বছর হজে যাওয়ার পরিকল্পনা করা বাংলাদেশি যাত্রীদের জন্য স্বস্তির খবর এসেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে। সংস্থাটি জানিয়েছে, হজযাত্রীদের বিমান টিকিটের ওপর আদায় করা আবগারি শুল্ক পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) জারি করা আদেশে উল্লেখ করা হয়, সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে। এর ফলে হজ প্যাকেজের সামগ্রিক ব্যয় কিছুটা কমার আশা করছে রাজস্ব কর্তৃপক্ষ।
সাধারণ নিয়মে আন্তর্জাতিক রুটের টিকিট বিক্রির সময় যাত্রীদের কাছ থেকে ভ্রমণ কর বা আবগারি শুল্ক তুলে সরকারি কোষাগারে জমা দিতে হয়। বর্তমানে সৌদি আরবগামী টিকিটে ৫,০০০ টাকা আবগারি শুল্ক থাকলেও হজযাত্রীদের জন্য এবার তা মওকুফ করা হলো। অতীতে একাধিকবার এই কর ছাড় দেওয়া হলেও এবার নতুন করে সিদ্ধান্তটি নেওয়া হলো হজযাত্রীদের আর্থিক চাপ কমাতে।
হজ ব্যবস্থাপনা সংক্রান্ত তথ্য অনুযায়ী, ২০২৬ সালে বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করার সুযোগ পাবেন। চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী বছরের ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
































