ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার চ্যাম্পিয়ন বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৯:১০:১৩ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • / 78

হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার চ্যাম্পিয়ন বাংলাদেশ

যুব হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার বিভাগে দারুণ সাফল্য পেয়েছে বাংলাদেশ। মাদুরাইয়ে অনুষ্ঠিত চ্যালেঞ্জার ট্রফির ফাইনালে সোমবার অস্ট্রিয়াকে ৫–২ গোলে হারিয়ে এ বিভাগে চ্যাম্পিয়ন হয় লাল-সবুজের দলটি। গ্রুপ পর্ব থেকে বাদ পড়া আট দলের মধ্যে এই স্থান নির্ধারণী পর্বকে এ বছর আনুষ্ঠানিকভাবে “চ্যালেঞ্জার ট্রফি” নাম দিয়েছে আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ)।

বাংলাদেশের হয়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ডিফেন্ডার আমিরুল ইসলাম। অস্ট্রিয়ার বিপক্ষে হ্যাটট্রিকসহ বিশ্বকাপে ছয় ম্যাচে তার গোল সংখ্যা দাঁড়িয়েছে ১৮-তে, যার মধ্যে পাঁচটি হ্যাটট্রিক। এখন পর্যন্ত যুব বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা তিনি। তার ধারাবাহিক পারফরম্যান্সে বাংলাদেশ দল নতুন উচ্চতায় পৌঁছেছে।

অস্ট্রিয়া ম্যাচের শুরুতে তুলনামূলকভাবে আক্রমণাত্মক ছিল, তবে গোলের দেখা পায়নি। প্রথম কোয়ার্টারের শেষ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আমিরুলের স্টিকেই প্রথম গোল পায় বাংলাদেশ। এর কিছুক্ষণ আগেও তার নেওয়া আরেকটি কর্নার শট লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথম কোয়ার্টারে তার শক্ত ডিফেন্সিং বাংলাদেশকে গোল খাওয়া থেকে বাঁচায়।

দ্বিতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে হুজায়ফার স্টিকে আসে দলের দ্বিতীয় গোল। ২–০ ব্যবধান নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

তৃতীয় কোয়ার্টারের চতুর্থ মিনিটে রাকিবুল হাসান রকি ফিল্ড গোল করে ব্যবধান বাড়ান (৩–০)। একই কোয়ার্টারে আরেকটি কর্নার পেলেও গোলের দেখা মেলেনি। ৪৪ মিনিটে অস্ট্রিয়া একটি ফিল্ড গোল করে ব্যবধান কমায়।

শেষ কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোক থেকে আমিরুল তার হ্যাটট্রিক পূর্ণ করেন, ফলে বাংলাদেশ জয় প্রায় নিশ্চিত করে ফেলে। শেষভাগে অস্ট্রিয়া দুটি গোল করে ম্যাচে ফেরার চেষ্টা করলেও শেষ মিনিটগুলোতে সতর্ক রক্ষণভাগের কারণে বাংলাদেশ ৫–২ ব্যবধান ধরে রাখতে সক্ষম হয়। এই নিয়ে চ্যালেঞ্জার পর্বে এটি বাংলাদেশের টানা তৃতীয় জয়।

আর আজ অস্ট্রিয়াকে হারিয়ে শিরোপা জয়ের মধ্য দিয়ে চ্যালেঞ্জার ট্রফি নিশ্চিত করে বাংলাদেশ। এই অর্জনকে দেশের যুব হকির ইতিহাসে অন্যতম বড় সফলতা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার চ্যাম্পিয়ন বাংলাদেশ

সর্বশেষ আপডেট ০৯:১০:১৩ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

যুব হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার বিভাগে দারুণ সাফল্য পেয়েছে বাংলাদেশ। মাদুরাইয়ে অনুষ্ঠিত চ্যালেঞ্জার ট্রফির ফাইনালে সোমবার অস্ট্রিয়াকে ৫–২ গোলে হারিয়ে এ বিভাগে চ্যাম্পিয়ন হয় লাল-সবুজের দলটি। গ্রুপ পর্ব থেকে বাদ পড়া আট দলের মধ্যে এই স্থান নির্ধারণী পর্বকে এ বছর আনুষ্ঠানিকভাবে “চ্যালেঞ্জার ট্রফি” নাম দিয়েছে আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ)।

বাংলাদেশের হয়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ডিফেন্ডার আমিরুল ইসলাম। অস্ট্রিয়ার বিপক্ষে হ্যাটট্রিকসহ বিশ্বকাপে ছয় ম্যাচে তার গোল সংখ্যা দাঁড়িয়েছে ১৮-তে, যার মধ্যে পাঁচটি হ্যাটট্রিক। এখন পর্যন্ত যুব বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা তিনি। তার ধারাবাহিক পারফরম্যান্সে বাংলাদেশ দল নতুন উচ্চতায় পৌঁছেছে।

অস্ট্রিয়া ম্যাচের শুরুতে তুলনামূলকভাবে আক্রমণাত্মক ছিল, তবে গোলের দেখা পায়নি। প্রথম কোয়ার্টারের শেষ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আমিরুলের স্টিকেই প্রথম গোল পায় বাংলাদেশ। এর কিছুক্ষণ আগেও তার নেওয়া আরেকটি কর্নার শট লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথম কোয়ার্টারে তার শক্ত ডিফেন্সিং বাংলাদেশকে গোল খাওয়া থেকে বাঁচায়।

দ্বিতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে হুজায়ফার স্টিকে আসে দলের দ্বিতীয় গোল। ২–০ ব্যবধান নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

তৃতীয় কোয়ার্টারের চতুর্থ মিনিটে রাকিবুল হাসান রকি ফিল্ড গোল করে ব্যবধান বাড়ান (৩–০)। একই কোয়ার্টারে আরেকটি কর্নার পেলেও গোলের দেখা মেলেনি। ৪৪ মিনিটে অস্ট্রিয়া একটি ফিল্ড গোল করে ব্যবধান কমায়।

শেষ কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোক থেকে আমিরুল তার হ্যাটট্রিক পূর্ণ করেন, ফলে বাংলাদেশ জয় প্রায় নিশ্চিত করে ফেলে। শেষভাগে অস্ট্রিয়া দুটি গোল করে ম্যাচে ফেরার চেষ্টা করলেও শেষ মিনিটগুলোতে সতর্ক রক্ষণভাগের কারণে বাংলাদেশ ৫–২ ব্যবধান ধরে রাখতে সক্ষম হয়। এই নিয়ে চ্যালেঞ্জার পর্বে এটি বাংলাদেশের টানা তৃতীয় জয়।

আর আজ অস্ট্রিয়াকে হারিয়ে শিরোপা জয়ের মধ্য দিয়ে চ্যালেঞ্জার ট্রফি নিশ্চিত করে বাংলাদেশ। এই অর্জনকে দেশের যুব হকির ইতিহাসে অন্যতম বড় সফলতা হিসেবে বিবেচনা করা হচ্ছে।