হংকংয়ের বিপক্ষে নাটকীয় হার বাংলাদেশের
- সর্বশেষ আপডেট ১১:২০:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
- / 128
এশিয়ান কাপ বাছাইপর্বে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও জয়ের স্বপ্ন অপূর্ণ রেখেছে বাংলাদেশ ফুটবল দল। রোমাঞ্চকর এই ম্যাচে মোট সাতটি গোল হলেও শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে জয় পায় হংকং।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই গোল করে এগিয়ে যায় বাংলাদেশ। দেশের ফুটবলের নতুন তারকা হামজা চৌধুরীর নিখুঁত শটে লিড নেয় লাল-সবুজ। তবে প্রথমার্ধের শেষ মিনিটে এভারটন কামারগোর গোলে সমতায় ফেরে হংকং।
বিরতির পর ম্যাচের গতি বদলে যায়। পরপর দুটি গোল করে হংকং এগিয়ে যায় ৩-১ ব্যবধানে। তবুও হার মানেনি বাংলাদেশ। শেষ দিকে সমিত সোম ও মোরসালিনের দুর্দান্ত দুটি গোলে স্কোরলাইন সমান করে ফেলে দলটি।
সমতায় ফেরার পর এক পয়েন্ট নিশ্চিতের আনন্দে স্টেডিয়ামে উচ্ছ্বাসে ফেটে পড়ে দর্শকরা। কিন্তু সেই উচ্ছ্বাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে হংকংয়ের রাফায়েল মার্কিসের গোলেই জয়ের স্বপ্ন ভেঙে যায় বাংলাদেশের।
শেষ বাঁশি বাজতেই ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে হংকং, আর হতাশায় ডুবে যায় লাল-সবুজ সমর্থকরা।





































