ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

স্বৈরাচারের দোসররা ভোট ভণ্ডুলের চেষ্টা করতে পারে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৩০:০১ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • / 23

প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পতিত স্বৈরাচারের দোসররা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করতে পারে। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে বলে তিনি আশ্বস্ত করেছেন।

 

রোববার (১১ জানুয়ারী ) জাতীয় সংসদ নির্বাচনের পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশ সফরে আসা ইউরোপীয় প্রতিনিধিদলের প্রধানের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

 

প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা পর্যবেক্ষকদের জানিয়েছেন—নারী ও তরুণদের মধ্যে ভোট দেওয়ার আগ্রহ চোখে পড়ার মতো। এ কারণে আসন্ন নির্বাচনে ভালো ভোটার উপস্থিতির প্রত্যাশা করছেন তিনি।

 

শফিকুল আলম আরও জানান, বৈঠকে আওয়ামী লীগ বা দলটির নির্বাচনে অংশগ্রহণ নিয়ে কোনো আলোচনা হয়নি।

 

তিনি বলেন, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকদের আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা। ড. ইউনূস বলেছেন, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সরকার ও নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত।

 

প্রেস সচিব জানান, ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠানোর জন্য ইইউকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচনে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে। তাঁর ভাষায়, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য একটি সুষ্ঠু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

স্বৈরাচারের দোসররা ভোট ভণ্ডুলের চেষ্টা করতে পারে: প্রধান উপদেষ্টা

সর্বশেষ আপডেট ০৮:৩০:০১ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পতিত স্বৈরাচারের দোসররা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করতে পারে। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে বলে তিনি আশ্বস্ত করেছেন।

 

রোববার (১১ জানুয়ারী ) জাতীয় সংসদ নির্বাচনের পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশ সফরে আসা ইউরোপীয় প্রতিনিধিদলের প্রধানের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

 

প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা পর্যবেক্ষকদের জানিয়েছেন—নারী ও তরুণদের মধ্যে ভোট দেওয়ার আগ্রহ চোখে পড়ার মতো। এ কারণে আসন্ন নির্বাচনে ভালো ভোটার উপস্থিতির প্রত্যাশা করছেন তিনি।

 

শফিকুল আলম আরও জানান, বৈঠকে আওয়ামী লীগ বা দলটির নির্বাচনে অংশগ্রহণ নিয়ে কোনো আলোচনা হয়নি।

 

তিনি বলেন, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকদের আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা। ড. ইউনূস বলেছেন, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সরকার ও নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত।

 

প্রেস সচিব জানান, ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠানোর জন্য ইইউকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচনে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে। তাঁর ভাষায়, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য একটি সুষ্ঠু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।