ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ সম্মেলনে তরুণী

স্বেচ্ছায় বিয়ে করেছি, অপহরণের অভিযোগ সত্য নয়

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর
  • সর্বশেষ আপডেট ০৪:০৩:১৭ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • / 96

স্বেচ্ছায় বিয়ে করেছি, অপহরণের অভিযোগ সত্য নয়

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় এক তরুণীকে অপহরণের অভিযোগে তার পরিবারের করা মামলাকে মিথ্যা দাবি করেছেন ওই তরুণী নিজেই। তিনি জানিয়েছেন, কাউকে দিয়ে অপহরণ করা হয়নি; বরং নিজের ইচ্ছায় বাড়ি ছেড়ে গিয়ে আদালতের মাধ্যমে বিয়ে করেছেন।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা শহরের বাগবাড়ি এলাকার একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মেহেরিন নাহার তানিশা। এ সময় তার স্বামী ব্যবসায়ী নিজাম উদ্দিন শুভ উপস্থিত ছিলেন।

তানিশা জানান, তিনি কমলনগর উপজেলার তোরাবগঞ্জ গ্রামের তাহের আহমেদের মেয়ে। আর তার স্বামী শুভ একই উপজেলার উত্তর চরলরেঞ্চ গ্রামের হাবিব উল্যার ছেলে।

সংবাদ সম্মেলনে তানিশা বলেন, গত ৪ ডিসেম্বর রাতে তিনি স্বেচ্ছায় বাড়ি থেকে বের হয়ে শুভর সঙ্গে ঢাকায় যান এবং সেখানে আদালতের মাধ্যমে বিয়ে সম্পন্ন করেন। পরে তার বাবা-মা তার বিরুদ্ধে অপহরণের অভিযোগ এনে মামলা করেন, যা সম্পূর্ণ মিথ্যা। এতে শ্বশুরবাড়ির লোকজন হয়রানির শিকার হচ্ছেন বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, “আমি চাই আমার বাবা-মা আমাদের বিয়েটা মেনে নেবেন এবং মামলা প্রত্যাহার করবেন। কাউকে যেন আর হয়রানি না করা হয়।”

নিজাম উদ্দিন শুভ বলেন, তানিশার সঙ্গে তার প্রায় এক বছরের পরিচয় ও সম্পর্ক ছিল। তানিশা নিজ ইচ্ছায় বাড়ি ছাড়ার পর তারা বিয়ে করেন। এখন তানিশার পরিবারের পক্ষ থেকে তার এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, যা প্রত্যাহারের দাবি জানান তিনি।

এ বিষয়ে মামলার বাদী মরিয়ম বেগমের বক্তব্য জানা যায়নি। তবে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা সিএনজি চালিত অটোরিকশায় করে তানিশাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যান।

এ প্রসঙ্গে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম বলেন, তানিশাকে থানায় এসে বক্তব্য দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি যদি পুলিশের মাধ্যমে আদালতে হাজির হয়ে নিজের বক্তব্য উপস্থাপন করেন, তাহলে বিষয়টি স্পষ্ট হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সংবাদ সম্মেলনে তরুণী

স্বেচ্ছায় বিয়ে করেছি, অপহরণের অভিযোগ সত্য নয়

সর্বশেষ আপডেট ০৪:০৩:১৭ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় এক তরুণীকে অপহরণের অভিযোগে তার পরিবারের করা মামলাকে মিথ্যা দাবি করেছেন ওই তরুণী নিজেই। তিনি জানিয়েছেন, কাউকে দিয়ে অপহরণ করা হয়নি; বরং নিজের ইচ্ছায় বাড়ি ছেড়ে গিয়ে আদালতের মাধ্যমে বিয়ে করেছেন।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা শহরের বাগবাড়ি এলাকার একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মেহেরিন নাহার তানিশা। এ সময় তার স্বামী ব্যবসায়ী নিজাম উদ্দিন শুভ উপস্থিত ছিলেন।

তানিশা জানান, তিনি কমলনগর উপজেলার তোরাবগঞ্জ গ্রামের তাহের আহমেদের মেয়ে। আর তার স্বামী শুভ একই উপজেলার উত্তর চরলরেঞ্চ গ্রামের হাবিব উল্যার ছেলে।

সংবাদ সম্মেলনে তানিশা বলেন, গত ৪ ডিসেম্বর রাতে তিনি স্বেচ্ছায় বাড়ি থেকে বের হয়ে শুভর সঙ্গে ঢাকায় যান এবং সেখানে আদালতের মাধ্যমে বিয়ে সম্পন্ন করেন। পরে তার বাবা-মা তার বিরুদ্ধে অপহরণের অভিযোগ এনে মামলা করেন, যা সম্পূর্ণ মিথ্যা। এতে শ্বশুরবাড়ির লোকজন হয়রানির শিকার হচ্ছেন বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, “আমি চাই আমার বাবা-মা আমাদের বিয়েটা মেনে নেবেন এবং মামলা প্রত্যাহার করবেন। কাউকে যেন আর হয়রানি না করা হয়।”

নিজাম উদ্দিন শুভ বলেন, তানিশার সঙ্গে তার প্রায় এক বছরের পরিচয় ও সম্পর্ক ছিল। তানিশা নিজ ইচ্ছায় বাড়ি ছাড়ার পর তারা বিয়ে করেন। এখন তানিশার পরিবারের পক্ষ থেকে তার এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, যা প্রত্যাহারের দাবি জানান তিনি।

এ বিষয়ে মামলার বাদী মরিয়ম বেগমের বক্তব্য জানা যায়নি। তবে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা সিএনজি চালিত অটোরিকশায় করে তানিশাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যান।

এ প্রসঙ্গে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম বলেন, তানিশাকে থানায় এসে বক্তব্য দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি যদি পুলিশের মাধ্যমে আদালতে হাজির হয়ে নিজের বক্তব্য উপস্থাপন করেন, তাহলে বিষয়টি স্পষ্ট হবে।