ঢাকা ১০:০৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
জুলাই অনলাইন এক্টিভিস্ট ফোরাম- জোয়াফ

স্বাস্থ্য উপদেষ্টার বিদেশে চিকিৎসা নেয়া ‘জনগনের সঙ্গে তামাশা’

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:২২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • / 343

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। (ফাইল ফটো)

অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বিদেশে চিকিৎসা নেয়ার ঘটনাকে ‘জনগণের সাথে তামাশা’ বলে দাবি করেছেন জুলাই অনলাইন এক্টিভিস্ট ফোরাম- জোয়াফ। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন দাবি করা হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে ব্যক্তি দেশের স্বাস্থ্য ব্যবস্থাপনা দেখভালের দায়িত্বে আছেন, তার নিজেরই যদি দেশের হাসপাতাল ও স্বাস্থ্যসেবার প্রতি আস্থা না থাকে, তাহলে সাধারণ মানুষ কীভাবে দেশের চিকিৎসা ব্যবস্থার উপর আস্থা রাখবে ? এই বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক।

 

সংগঠনটির পক্ষ থেকে, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে অবিলম্বে দেশে ফিরে এসে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে হবে। ​যদি তিনি এই দাবি না মানেন, তবে তাকে পদত্যাগ করতে হবে। এছাড়া ​দেশের চিকিৎসা ব্যবস্থাকে হেয় করে বিদেশে চিকিৎসা নেওয়ার ভুল পদক্ষেপের জন্য জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।

 

​বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সরকারি দায়িত্বে থাকা যেকোনো কর্মকর্তা বা উপদেষ্টা এবং তাদের পরিবারের সদস্যদের অবশ্যই সরকারি হাসপাতালে চিকিৎসা গ্রহণ করা উচিত। বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়াকে “জনগণের সাথে বিশ্বাসঘাতকতা” বলে আখ্যায়িত করা হয়েছে।

 

​এটি এখন দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্য একটি জরুরি পদক্ষেপ। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে, জনগণ আর কোনো ধরনের দ্বিচারিতা সহ্য করবে না।

 

প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম চিকিৎসার জন্য সোমবার সিঙ্গাপুর গেছেন। আগামী ১৭ সেপ্টেম্বর তিনি দেশে ফিরবেন।

 

জানা গেছে, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ক্যানসারের রোগী। তিনি প্রায় চিকিৎসা করাতে সিঙ্গাপুরে যান।

 

উল্লেখ্য, নূরজাহান বেগম গ্রামীণ ব্যাংকের সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জুলাই অনলাইন এক্টিভিস্ট ফোরাম- জোয়াফ

স্বাস্থ্য উপদেষ্টার বিদেশে চিকিৎসা নেয়া ‘জনগনের সঙ্গে তামাশা’

সর্বশেষ আপডেট ০৪:২২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বিদেশে চিকিৎসা নেয়ার ঘটনাকে ‘জনগণের সাথে তামাশা’ বলে দাবি করেছেন জুলাই অনলাইন এক্টিভিস্ট ফোরাম- জোয়াফ। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন দাবি করা হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে ব্যক্তি দেশের স্বাস্থ্য ব্যবস্থাপনা দেখভালের দায়িত্বে আছেন, তার নিজেরই যদি দেশের হাসপাতাল ও স্বাস্থ্যসেবার প্রতি আস্থা না থাকে, তাহলে সাধারণ মানুষ কীভাবে দেশের চিকিৎসা ব্যবস্থার উপর আস্থা রাখবে ? এই বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক।

 

সংগঠনটির পক্ষ থেকে, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে অবিলম্বে দেশে ফিরে এসে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে হবে। ​যদি তিনি এই দাবি না মানেন, তবে তাকে পদত্যাগ করতে হবে। এছাড়া ​দেশের চিকিৎসা ব্যবস্থাকে হেয় করে বিদেশে চিকিৎসা নেওয়ার ভুল পদক্ষেপের জন্য জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।

 

​বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সরকারি দায়িত্বে থাকা যেকোনো কর্মকর্তা বা উপদেষ্টা এবং তাদের পরিবারের সদস্যদের অবশ্যই সরকারি হাসপাতালে চিকিৎসা গ্রহণ করা উচিত। বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়াকে “জনগণের সাথে বিশ্বাসঘাতকতা” বলে আখ্যায়িত করা হয়েছে।

 

​এটি এখন দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্য একটি জরুরি পদক্ষেপ। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে, জনগণ আর কোনো ধরনের দ্বিচারিতা সহ্য করবে না।

 

প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম চিকিৎসার জন্য সোমবার সিঙ্গাপুর গেছেন। আগামী ১৭ সেপ্টেম্বর তিনি দেশে ফিরবেন।

 

জানা গেছে, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ক্যানসারের রোগী। তিনি প্রায় চিকিৎসা করাতে সিঙ্গাপুরে যান।

 

উল্লেখ্য, নূরজাহান বেগম গ্রামীণ ব্যাংকের সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন।