স্বামীর মুখে ‘তুই মরে যা’ শুনে শরীরে আগুন দিল স্ত্রী
- সর্বশেষ আপডেট ১১:১০:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
- / 155
পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর ঝগড়ার এক পর্যায়ে মিতু আক্তার (১৮) নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে। ঘটনাটি বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের উত্তর হাসা গ্রামে ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, মিতু আক্তারের স্বামী অটোরিকশা চালক রাকিব হাসানের সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে হয়েছে। তাদের দুটি কন্যা সন্তান রয়েছে, যার মধ্যে ছোটটির বয়স মাত্র আড়াই মাস। পরিবারে প্রায়ই পারিবারিক বিষয়ে তর্ক-বিতর্ক চলত।
ঘটনার দিন সকালে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয়ে ঝগড়া হয়। এ সময় রাকিব আক্রমণাত্মকভাবে বলেছিলেন—‘তুই মরে যা’। পরে তিনি বাড়ি থেকে কাজে চলে যান। বিকেলে ফিরে আসার পর মিতু রাগে কেরোসিন ঢেলে নিজের শরীরে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেন।
পরবর্তীতে রোগীর অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজের জাতীয় বার্ন ইউনিটে রেফার করেন। ডাক্তার আনিসুর রহমান জানান, মিতুর শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে এবং তার অবস্থার অব্যাহত গুরুতর।
































