স্বামীকে বেঁধে গৃহবধূকে ধর্ষণ মামলায় আরও ২ আসামি গ্রেপ্তার
- সর্বশেষ আপডেট ০১:০৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
- / 333
ভোলার তজুমদ্দিন উপজেলায় স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মামলার প্রধান আসামি যুবদল নেতা মো. আলাউদ্দিন এবং দ্বিতীয় আসামি শ্রমিক দল নেতা মো. ফরিদ উদ্দিন। এ নিয়ে মামলার ১১ আসামির মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হলো।
পুলিশ জানায়, বুধবার (২ জুলাই) মধ্যরাতে নোয়াখালীর হাতিয়া থেকে আলাউদ্দিনকে এবং ভোলার বোরহানউদ্দিন থেকে ফরিদ উদ্দিনকে আটক করা হয়। এর আগে দুপুরে মামলার ৫ নম্বর আসামি মো. মানিককে ইলিশা লঞ্চঘাট থেকে পালানোর সময় গ্রেপ্তার করে র্যাব।
বুধবার বিকেলে ভোলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক ঘটনাস্থল কামাড়পট্টি এলাকায় যান এবং ভুক্তভোগী পরিবারকে সান্ত্বনা ও ন্যায়বিচারের আশ্বাস দেন। তিনি বলেন, “অপরাধীরা যতই শক্তিশালী হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।”
উল্লেখ্য, গত সপ্তাহে তজুমদ্দিনে রাতে একদল দুর্বৃত্ত স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ওই নারী থানায় মামলা দায়ের করেন। ঘটনার ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

































