ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

স্বাধীনতাবিরোধীদের বিশ্বাস করার কোনও কারণ নেই

নিজস্ব প্রতিবদেক
  • সর্বশেষ আপডেট ০৩:৪১:৩২ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • / 76

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

গণতন্ত্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে এখনো নানা ধরনের চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, যারা দেশের জন্ম ও স্বাধীনতাকে অস্বীকার করে, তাদের ওপর বিশ্বাস রাখার কোনো কারণ নেই।

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ষড়যন্ত্র ও চক্রান্তের মাধ্যমে কখনো সাফল্য অর্জন করা যায় না। চক্রান্তের কাছে মাথা নত না করে জনগণের ঐক্যের শক্তিতে নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও জন্মকে যারা অস্বীকার করেছে, তাদের বিশ্বাস করার কোনো সুযোগ নেই। দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যাকারীদের ক্ষমা করারও কোনো কারণ থাকতে পারে না।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদের পতনের পর নতুন করে কোনো ফ্যাসিস্ট শক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না। দেশের মানুষ ধানের শীষ প্রতীককে বেছে নিয়ে সঠিক সিদ্ধান্ত নেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। তার ভাষায়, এ দেশে জোর করে কিছু চাপিয়ে দেওয়া সম্ভব নয়।

দেশে ভয়াবহ প্রতিহিংসা চলছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, পরাজিত ফ্যাসিস্ট শক্তি পলাতক অবস্থায় থেকেও হাদি ও এরশাদউল্লাহকে হত্যাচেষ্টার মতো ঘটনার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

আলোচনায় তিনি জানান, আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। এ প্রসঙ্গে তিনি বলেন, উদ্বেগের মধ্যেও বিএনপি অনুপ্রাণিত এবং তার আগমন উপলক্ষে নজিরবিহীন সংবর্ধনা আয়োজনের আহ্বান জানানো হচ্ছে।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

স্বাধীনতাবিরোধীদের বিশ্বাস করার কোনও কারণ নেই

সর্বশেষ আপডেট ০৩:৪১:৩২ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

গণতন্ত্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে এখনো নানা ধরনের চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, যারা দেশের জন্ম ও স্বাধীনতাকে অস্বীকার করে, তাদের ওপর বিশ্বাস রাখার কোনো কারণ নেই।

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ষড়যন্ত্র ও চক্রান্তের মাধ্যমে কখনো সাফল্য অর্জন করা যায় না। চক্রান্তের কাছে মাথা নত না করে জনগণের ঐক্যের শক্তিতে নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও জন্মকে যারা অস্বীকার করেছে, তাদের বিশ্বাস করার কোনো সুযোগ নেই। দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যাকারীদের ক্ষমা করারও কোনো কারণ থাকতে পারে না।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদের পতনের পর নতুন করে কোনো ফ্যাসিস্ট শক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না। দেশের মানুষ ধানের শীষ প্রতীককে বেছে নিয়ে সঠিক সিদ্ধান্ত নেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। তার ভাষায়, এ দেশে জোর করে কিছু চাপিয়ে দেওয়া সম্ভব নয়।

দেশে ভয়াবহ প্রতিহিংসা চলছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, পরাজিত ফ্যাসিস্ট শক্তি পলাতক অবস্থায় থেকেও হাদি ও এরশাদউল্লাহকে হত্যাচেষ্টার মতো ঘটনার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

আলোচনায় তিনি জানান, আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। এ প্রসঙ্গে তিনি বলেন, উদ্বেগের মধ্যেও বিএনপি অনুপ্রাণিত এবং তার আগমন উপলক্ষে নজিরবিহীন সংবর্ধনা আয়োজনের আহ্বান জানানো হচ্ছে।