ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সচিবালয়ে প্রতিনিধি দল

স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:০২:৫২ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • / 94

স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেপ্তার, দেশজুড়ে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র উদ্ধার এবং নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনকালে পুলিশের বাধার মুখে পড়েছে ছাত্রজনতা।

সোমবার (১৫ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কার্যালয়ের সামনে থেকে কর্মসূচি শুরু হয়। এরপর অংশগ্রহণকারীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে অগ্রসর হন। এ কর্মসূচিতে নেতৃত্ব দেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম। পরে তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের উদ্যোগ নেয়।

দুপুর ১টা ২০ মিনিটের দিকে ছাত্রজনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে পৌঁছালে সেখানে পুলিশের বাধার সম্মুখীন হন। এ সময় তারা ব্যারিকেড অতিক্রম করে সামনে এগিয়ে যান।

এরপর হাইকোর্ট মাজারের সামনে পৌঁছালে দুপুর ১টা ২৩ মিনিটে আবারও পুলিশ তাদের অগ্রযাত্রায় বাধা দেয়। সেখানেও ব্যারিকেড ভেঙে তারা অগ্রসর হন।

দুপুর ১টা ২৭ মিনিটের দিকে শিক্ষা ভবন সংলগ্ন সচিবালয়মুখী সড়কে পুলিশ আবারও বাধা দেয়। সেখানে অবস্থান নিয়ে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন।

পরে দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে আবু সাদিক কায়েমের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ের উদ্দেশে রওনা দেন।

উল্লেখ্য, এর আগে রোববার ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচির ঘোষণা দেন। তিনি শিক্ষার্থী ও সাধারণ মানুষকে স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সচিবালয়ে প্রতিনিধি দল

স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

সর্বশেষ আপডেট ০৩:০২:৫২ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেপ্তার, দেশজুড়ে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র উদ্ধার এবং নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনকালে পুলিশের বাধার মুখে পড়েছে ছাত্রজনতা।

সোমবার (১৫ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কার্যালয়ের সামনে থেকে কর্মসূচি শুরু হয়। এরপর অংশগ্রহণকারীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে অগ্রসর হন। এ কর্মসূচিতে নেতৃত্ব দেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম। পরে তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের উদ্যোগ নেয়।

দুপুর ১টা ২০ মিনিটের দিকে ছাত্রজনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে পৌঁছালে সেখানে পুলিশের বাধার সম্মুখীন হন। এ সময় তারা ব্যারিকেড অতিক্রম করে সামনে এগিয়ে যান।

এরপর হাইকোর্ট মাজারের সামনে পৌঁছালে দুপুর ১টা ২৩ মিনিটে আবারও পুলিশ তাদের অগ্রযাত্রায় বাধা দেয়। সেখানেও ব্যারিকেড ভেঙে তারা অগ্রসর হন।

দুপুর ১টা ২৭ মিনিটের দিকে শিক্ষা ভবন সংলগ্ন সচিবালয়মুখী সড়কে পুলিশ আবারও বাধা দেয়। সেখানে অবস্থান নিয়ে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন।

পরে দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে আবু সাদিক কায়েমের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ের উদ্দেশে রওনা দেন।

উল্লেখ্য, এর আগে রোববার ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচির ঘোষণা দেন। তিনি শিক্ষার্থী ও সাধারণ মানুষকে স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান।