‘স্বপ্নের ক্যাম্পাস’ গড়ার প্রতিশ্রুতি কায়েমের
- সর্বশেষ আপডেট ১২:৫৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
- / 162
সকল মতের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার করেছেন সদ্য অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে বিজয়ী সাদিক কায়েম।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সাদিক বলেন, “যে মতের হোক না কেন, সবাই একসঙ্গে কাজ করবেন। শিক্ষার্থীদের প্রত্যাশাই আমাদের প্রত্যাশা। আমরা ক্যাম্পাসকে স্বপ্নের ক্যাম্পাস হিসেবে গড়ে তুলব।”
তিনি জানান, নির্বাচনে যারা তাঁর সঙ্গে একত্রে কাজ করেছেন, তারা সবাই উপদেষ্টা হিসেবে থাকবেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আগামী বাংলাদেশের স্বপ্ন দেখার কথাও উল্লেখ করেন সাদিক। তিনি বলেন, “জুলাই বিপ্লব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে।”
গতকালের নির্বাচনে দায়িত্বপালনকালে মারা যাওয়া সাংবাদিকের পরিবারকে সমবেদনা জানান এবং নির্বাচনে দায়িত্বপালনকারী সব গণমাধ্যমকর্মীকে ধন্যবাদ দেন নবনির্বাচিত ভিপি।
অন্যদিকে, সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত ছাত্রশিবিরের নেতা এস এম ফরহাদ সংবাদ সম্মেলনে বলেন, “আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ অনুযায়ী, জিএস পদে নির্বাচিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর বিজয়। এটি ব্যক্তি ফরহাদের বিজয় হিসেবে দেখার কোনো সুযোগ নেই।”
এছাড়া শিক্ষার্থীদের আমানত নবনির্বাচিত নেতৃত্বের ওপর ন্যস্ত হয়েছে। “আমরা যে কয়দিন দায়িত্বে থাকব, যদি কোনো ভুল করি, শিক্ষার্থীরা যেন আমাদের তা শুধরে দেন,” যোগ করেন ফরহাদ।
































