ঢাকা ১১:০২ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

স্ত্রীর পিঁড়ির আঘাতে স্বামী নিহত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
  • সর্বশেষ আপডেট ০৩:১৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • / 52

স্ত্রীর পিঁড়ির আঘাতে স্বামী নিহত

দিনাজপুরের বিরামপুরে পারিবারিক কলহের জেরে ৬৫ বছর বয়সী হাফিজজুল ইসলাম নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার দিওড় ইউনিয়নের কানজগাড়ী (কুচিয়ামোড়া) গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের প্রথম স্ত্রীর মেয়ে মিনারা বেগম জানান, তার বাবার দ্বিতীয় স্ত্রী রেহেনা বেগমের সঙ্গে সকালে পারিবারিক বিষয়ে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে রেহেনা বেগম বসার কাঠের পিঁড়ি দিয়ে হাফিজজুল ইসলামের মাথায় আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে এবং রেহেনা বেগমকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

স্ত্রীর পিঁড়ির আঘাতে স্বামী নিহত

সর্বশেষ আপডেট ০৩:১৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

দিনাজপুরের বিরামপুরে পারিবারিক কলহের জেরে ৬৫ বছর বয়সী হাফিজজুল ইসলাম নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার দিওড় ইউনিয়নের কানজগাড়ী (কুচিয়ামোড়া) গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের প্রথম স্ত্রীর মেয়ে মিনারা বেগম জানান, তার বাবার দ্বিতীয় স্ত্রী রেহেনা বেগমের সঙ্গে সকালে পারিবারিক বিষয়ে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে রেহেনা বেগম বসার কাঠের পিঁড়ি দিয়ে হাফিজজুল ইসলামের মাথায় আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে এবং রেহেনা বেগমকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।