স্টারলিংকের ইন্টারনেট সংকট, ক্ষমা চাইলেন মাস্ক
- সর্বশেষ আপডেট ১০:৫৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
- / 314
ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের উপগ্রহভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক বৃহস্পতিবার (২৫ জুলাই) একটি বড় ধরনের বিভ্রাটের মুখে পড়ে। প্রায় আড়াই ঘণ্টা ধরে বিশ্বের বিভিন্ন অঞ্চলের বহু ব্যবহারকারী ইন্টারনেট সংযোগ হারান। বিভ্রাটের জন্য দুঃখপ্রকাশ করেছেন ইলন মাস্ক ও স্টারলিংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
স্টারলিংক ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট মাইকেল নিকোলস জানান, যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে স্থানীয় সময় দুপুর ৩টার দিকে বিভ্রাট শুরু হয়। ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা ডাউনডিটেক্টর জানায়, একপর্যায়ে অভিযোগের সংখ্যা ৬১ হাজার ছাড়ায়।
নিকোলস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, মূল নেটওয়ার্ক পরিচালনায় ব্যবহৃত একটি অভ্যন্তরীণ সফটওয়্যারের ব্যর্থতার কারণেই বিভ্রাট সৃষ্টি হয়। তিনি লেখেন, “আমরা আন্তরিকভাবে দুঃখিত। সমস্যার মূল উৎস চিহ্নিত করে দ্রুত সমাধানে কাজ করছি, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে।”
ইলন মাস্ক নিজেও এক্সে লিখেছেন, “এই বিভ্রাটের জন্য দুঃখিত। মূল কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধান নেওয়া হবে।”
বর্তমানে বিশ্বের প্রায় ৬০ লাখ ব্যবহারকারীকে ইন্টারনেট সুবিধা দিচ্ছে স্টারলিংক। এ সেবা বর্তমানে ১৪০টির বেশি দেশ ও অঞ্চলে বিস্তৃত। ২০২০ সাল থেকে স্পেসএক্স ৮ হাজারেরও বেশি স্টারলিংক স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে, যা পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপন করে একটি সুবিন্যস্ত উপগ্রহ নেটওয়ার্ক গড়ে তুলেছে।
































