ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সৌম্যর টি-টোয়েন্টি দলে না থাকার কারণ জানাল বিসিবি

ক্রীড়া প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:৫১:২৪ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • / 107

সৌম্য সরকার

আফগানিস্তান সিরিজে লিটন কুমার দাসের চোটের কারণে টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছিলেন সৌম্য সরকার। তবে আরব আমিরাতের ভিসা না পাওয়ায় আফগান সিরিজে খেলতে পারেননি। কোনো ম্যাচ না খেলার পরেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ঘোষিত টি-টোয়েন্টি দলে তিনি থাকছেন না।

টি-টোয়েন্টির ১৫ সদস্যের দলে চোট কাটিয়ে ফিরেছেন অধিনায়ক লিটন কুমার দাস এবং পারভেজ হোসেন ইমন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরের উইকেটে দারুণ খেলা সৌম্য কেন দলে নেই, সেই প্রশ্নের উত্তর দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তিনি বলেন, টপঅর্ডারে নিয়মিত খেলোয়াড়দের নেওয়া হয়েছে, তাই সৌম্য দলে ডাক পাননি।

নির্বাচকরা গত কয়েক সিরিজে নিয়মিত খেলোয়া ব্যাটারদের উপরই আস্থা রাখছেন। নেদারল্যান্ডস, এশিয়া কাপ ও আফগানিস্তানের বিপক্ষে ভালো ক্রিকেট খেলা সাইফ হাসান টপ অর্ডারে বিবেচনায় আছেন। এছাড়া পারভেজ হোসেন ইমনও দলে রাখা হয়েছে।

এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দল ঘোষণা করে। চট্টগ্রামে ২৭ ও ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে প্রথম ও দ্বিতীয় ম্যাচ। তৃতীয় ও শেষ ম্যাচটি হবে ৩১ অক্টোবর একই ভেন্যুতে।

এই সিরিজকে টিম ম্যানেজমেন্ট নতুন সমন্বয় পরীক্ষার বড় সুযোগ হিসেবে দেখছে। বিশেষ করে ব্যাটিং অর্ডারে তরুণ ও সিনিয়র খেলোয়াড়দের মিশ্রণ এবং ঘরের মাঠে স্পিননির্ভর কৌশল দলের সাফল্যের চাবিকাঠি হতে পারে।

বাংলাদেশ দল (১ম ও ২য় টি-টোয়েন্টি বনাম ওয়েস্ট ইন্ডিজ):
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সৌম্যর টি-টোয়েন্টি দলে না থাকার কারণ জানাল বিসিবি

সর্বশেষ আপডেট ১২:৫১:২৪ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

আফগানিস্তান সিরিজে লিটন কুমার দাসের চোটের কারণে টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছিলেন সৌম্য সরকার। তবে আরব আমিরাতের ভিসা না পাওয়ায় আফগান সিরিজে খেলতে পারেননি। কোনো ম্যাচ না খেলার পরেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ঘোষিত টি-টোয়েন্টি দলে তিনি থাকছেন না।

টি-টোয়েন্টির ১৫ সদস্যের দলে চোট কাটিয়ে ফিরেছেন অধিনায়ক লিটন কুমার দাস এবং পারভেজ হোসেন ইমন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরের উইকেটে দারুণ খেলা সৌম্য কেন দলে নেই, সেই প্রশ্নের উত্তর দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তিনি বলেন, টপঅর্ডারে নিয়মিত খেলোয়াড়দের নেওয়া হয়েছে, তাই সৌম্য দলে ডাক পাননি।

নির্বাচকরা গত কয়েক সিরিজে নিয়মিত খেলোয়া ব্যাটারদের উপরই আস্থা রাখছেন। নেদারল্যান্ডস, এশিয়া কাপ ও আফগানিস্তানের বিপক্ষে ভালো ক্রিকেট খেলা সাইফ হাসান টপ অর্ডারে বিবেচনায় আছেন। এছাড়া পারভেজ হোসেন ইমনও দলে রাখা হয়েছে।

এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দল ঘোষণা করে। চট্টগ্রামে ২৭ ও ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে প্রথম ও দ্বিতীয় ম্যাচ। তৃতীয় ও শেষ ম্যাচটি হবে ৩১ অক্টোবর একই ভেন্যুতে।

এই সিরিজকে টিম ম্যানেজমেন্ট নতুন সমন্বয় পরীক্ষার বড় সুযোগ হিসেবে দেখছে। বিশেষ করে ব্যাটিং অর্ডারে তরুণ ও সিনিয়র খেলোয়াড়দের মিশ্রণ এবং ঘরের মাঠে স্পিননির্ভর কৌশল দলের সাফল্যের চাবিকাঠি হতে পারে।

বাংলাদেশ দল (১ম ও ২য় টি-টোয়েন্টি বনাম ওয়েস্ট ইন্ডিজ):
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।