সৌদিতে থাকা ৬৯ হাজার রোহিঙ্গা পাচ্ছে বাংলাদেশী পাসপোর্ট
- সর্বশেষ আপডেট ০৯:২৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
- / 90
সৌদি আরবে বসবাসরত ৬৯ হাজার রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহকে পাসপোর্ট প্রদানের অগ্রগতি বিষয়ে জানিয়ে উপদেষ্টা বলেন, ঢাকা থেকে পাঠানো বিশেষ টিম এবং পাসপোর্ট অধিদফতর ও সৌদিতে বাংলাদেশের মিশন সমন্বিতভাবে কাজ করছে।
তিনি উল্লেখ করেন, আবেদনের তুলনায় উপস্থিতির হার কিছুটা কম, যা সৌদি ইন্টেরিয়র মিনিস্টারকে জানানো হয়েছে।
ফয়সল হাসান, উপপ্রধান তথ্য কর্মকর্তা, জানান, বৈঠকে রোহিঙ্গাদের পাসপোর্ট প্রক্রিয়ার পাশাপাশি জনশক্তি রপ্তানি, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, জাতীয় নির্বাচনের প্রস্তুতি এবং ৮-১৪ ফেব্রুয়ারি সৌদিতে ‘ওয়ার্ল্ড ডিফেন্স শো’-তে বাংলাদেশের অংশগ্রহণ নিয়েও আলোচনা হয়েছে।
উপদেষ্টা বলেন, “পাসপোর্ট প্রদানে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আমরা আরও বেশি জনশক্তি সৌদিতে পাঠানোর সুযোগ চাই।” রাষ্ট্রদূত নির্বাচনের কারণে নিজে শোতে যেতে না পারলেও উপযুক্ত প্রতিনিধি পাঠানোর আশ্বাস দিয়েছেন।
বিশেষজ্ঞরা বলছেন, এই পদক্ষেপ রোহিঙ্গাদের নাগরিক অধিকার নিশ্চিত করা এবং সৌদিতে তাদের অবস্থানের বৈধতা শক্তিশালী করার পাশাপাশি দুই দেশের কূটনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ককে আরও দৃঢ় করবে।
































