ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে অভিযান, ৫২৬ কেজি পলিথিন জব্দ

নিজস্ব প্রতিবদেক, নারায়ণগঞ্জ (সোনারগাঁও)
  • সর্বশেষ আপডেট ০১:০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • / 47

সোনারগাঁয়ে অভিযানে ৫২৬ কেজি পলিথিন জব্দ। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিবেশ অধিদপ্তরের এক বিশেষ অভিযানে নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। একইসঙ্গে দুইটি প্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কাঁচপুর রাজস্ব সার্কেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজা তাছনিমের নেতৃত্বে সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া বাজারে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সহযোগিতা করেন সোনারগাঁ থানা পুলিশ ও জেলা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। মামলার প্রসিকিউশন দেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ধারা ৬(ক) ও ১৫(১) লঙ্ঘনের প্রেক্ষিতে পরিচালিত এ অভিযানে, বিসমিল্লাহ প্যাকেজিং থেকে ৪৯০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয় এবং ১৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। অপরদিকে, মেসার্স আরাফ স্টোর থেকে ৩৬ কেজি পলিথিন জব্দ করে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক বলেন, ‘পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, বিপণন ও সংরক্ষণ প্রতিরোধে ভবিষ্যতেও এমন কার্যক্রম চলবে।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সোনারগাঁয়ে অভিযান, ৫২৬ কেজি পলিথিন জব্দ

সর্বশেষ আপডেট ০১:০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিবেশ অধিদপ্তরের এক বিশেষ অভিযানে নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। একইসঙ্গে দুইটি প্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কাঁচপুর রাজস্ব সার্কেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজা তাছনিমের নেতৃত্বে সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া বাজারে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সহযোগিতা করেন সোনারগাঁ থানা পুলিশ ও জেলা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। মামলার প্রসিকিউশন দেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ধারা ৬(ক) ও ১৫(১) লঙ্ঘনের প্রেক্ষিতে পরিচালিত এ অভিযানে, বিসমিল্লাহ প্যাকেজিং থেকে ৪৯০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয় এবং ১৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। অপরদিকে, মেসার্স আরাফ স্টোর থেকে ৩৬ কেজি পলিথিন জব্দ করে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক বলেন, ‘পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, বিপণন ও সংরক্ষণ প্রতিরোধে ভবিষ্যতেও এমন কার্যক্রম চলবে।’